ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড় জয়ে এগিয়ে গেল কিউইরা

প্রকাশিত: ০৫:৫৯, ১ আগস্ট ২০১৬

বড় জয়ে এগিয়ে  গেল কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ সব কিছু এগিয়েছে প্রত্যাশিত চিত্রনাট্য মেনে। প্রতিপক্ষকে ১৬৪Ñএ গুড়িয়ে দিয়ে তিন সেঞ্চুরির দাপট, ৬ উইকেটে ৫৭৬ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণার পরই বোঝা যাচ্ছিল ম্যাচটা বড় ব্যবধানে জিততে যাচ্ছে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বুলাওয়ে টেস্টে ইনিংস ও ১১৭ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে কেন উইলিয়ামসনে দল। হারের আগে জিম্বাবুইয়ের চমক বলতে আট নম্বরে নেমে শন উইলিয়ামসের ঝড়ো সেঞ্চুরি (১১৯)। সতীর্থদের ব্যর্থতায় এরপরও ২৯৫ রানে অলআউট তারা। নিউজিল্যান্ডের মতো পরাক্রমশালী এক দলের বিপক্ষে ৪১২ রানে পিছিয়ে থেকে শুরুর পর আর কিই বা করার থাকে? দেড় বছরেরও বেশি সময় পর টেস্ট প্রত্যবর্তনটা তাই সুখকর হলো না আফ্রিকান লিলিপুটদের। ৫ উইকেটে ১২১ রান নিয়ে রবিবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুইয়ে। তার আগে এক পর্যায়ে ১৭ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের হারটা মনে হচ্ছিল সময়ের বিষয়। কাল বরং কিউইরা তাদের নতুন কোন লজ্জায় ফেলে কিনা, সেটিই ছিল দেখার অপেক্ষা। কিন্তু মিডল ও লোয়ার-মিডলঅর্ডারের কয়েকটি ঝড়ো ইনিংসে চমক দেখায় গ্রায়েম ক্রেমারের দল। এ যেন বাতি নেভার আগে জ্বলে ওঠা। বড় চমক শন উইলিয়ামসের সেঞ্চুরি। তৃতীয় টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেয়ার পথে ৮ নম্বরে নেমে ১১৯ রানের বিনোদনদায়ী ইনিংস উপহার দেন তিনি। তাও ওয়ানডের স্টাইলে। ১৪৮ বলে। চার ২১টি। যেকোন দলের বিপক্ষে আট নম্বরে নামা কোন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এটি। সর্বোচ্চ হিথ স্ট্রিকের ১২৭*Ñ ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে। সপ্তম উইকেটে অধিনায়ক ক্রেমারকে (৩৩) নিয়ে ১১৮ রানের জুটি গড়েন উইলিয়ামস। শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে খেইল খতম কর দেন স্পিনার মিচেল স্যান্টনার। সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ৩৭ রান। কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট ৪, টিম সাউদি ও নেইল ওয়াগনার নেন ২টি করে উইকেট। ইনিংস ও ১১৭ রানÑ বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের এটি দ্বিতীয় বৃহত্তম জয়। প্রথম ইনিংসে ১৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অভিজ্ঞ রস টেইলর। সংক্ষিপ্ত স্কোর ॥ জিম্বাবুইয়ে প্রথম ইনিংস ১৬৪/১০ (৭৭.৫ ওভার; ত্রিপানো ৪৯*, মাজভুরি ৪২, রাজা ২২; ওয়াগনার ৬/৪১, স্যান্টনার ২/১৬, সাউদি ২/২৮) ও দ্বিতীয় ইনিংস ২৯৫/১০ (৭৯ ওভার; উইলিয়ামস ১১৯, ক্রেইগ অরভিন ৫০, রাজা ৩৭; বোল্ট ৪/৫২, ওয়াগনার ২/৬২, সাউদি ২/৬৮)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৫৭৬/৬ ডিক্লে. (১৬৬.৫ ওভার; টেইলর ১৭৬*, ওয়াটলিং ১০৭, লাথাম ১০৫, উইলিয়ামসন ৯১, গাপটিল ৪০)। ফল ॥ নিউজিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ টেইলর (নিউজিল্যান্ড)।
×