ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফাইনালে নিশিকোরি-জোকোভিচের লড়াই

প্রকাশিত: ০৫:৫৮, ১ আগস্ট ২০১৬

ফাইনালে নিশিকোরি-জোকোভিচের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুম ধরেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। কিন্তু চলতি বছরের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টেই থেমে যায় তার জয়রথ। তবে উইম্বলডনে হারের বিপর্যয় সামলিয়ে দুর্দান্ত গতিতে এগুচ্ছেন নোভাক জোকোভিচ। এটিপি টরেন্টো মাস্টার্সের ফাইনালে জায়গা করে নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান। টুর্নামেন্টের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ফ্রান্সের দশম বাছাই গায়েল মনফিলসকে ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন। প্রতিপক্ষকে হারাতে তার সময় লাগে মাত্র ৭৮ মিনিট। গায়েল মনফিলসকে হারিয়ে মাস্টার্স ১০০০ ইভেন্টের শেষ ১৫ ম্যাচের ১৪টিতেই জয় নিশ্চিত করেছেন তিনি। অপর সেমিফাইনালে কেই নিশিকোরি টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই স্ট্যানিসøাস ওয়ারিঙ্কাকে ৭-৬ (৮/৬), ৬-১ গেমে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। গত এপ্রিলের শুরুতেই তৃতীয় বাছাই কেই নিশিকোরি মিয়ামি ওপেনের ফাইনালে জোকোভিচের কাছে পরাজিত হয়েছিলেন। আবারও এই দুই তারকার লড়াই। নিশিকোরি এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া। এ প্রসঙ্গে সেমিফাইনাল শেষেই তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচটি বেশ আকর্ষণীয় হবে। হার্ড কোর্টে দীর্ঘদিন ধরে নোভাককে হারাতে পারিনি। মিয়ামিতেও সে আধিপত্য বজায় রেখেছিল। আশা করছি এবার প্রতিশোধ নিতে পারব।’ অন্যদিকে উইম্বলডনের পর এটাকেই সপ্তাহের সেরা ম্যাচ হিসেবে দেখছেন সার্বিয়ান তারকা। এ বিষয়ে নোভাক জোকোভিচ বলেন, ‘পুরো সপ্তাহে এটাই আমার সেরা ম্যাচ ছিল। সঠিক সময়ে সঠিক কাজটা করতে পেরেছি। কেননা গায়েল বেশ ভাল খেলোয়াড়। গত সপ্তাহে ওয়াশিংটনে সে জয়ী হয়েছে। এখানেও বেশিরভাগ ম্যাচই সে সহজে জিতেছে। আজ যেভাবে খেলেছি তাতে আমি দারুণ সন্তুষ্ট।’ টরেন্টোর সেমিফাইনালের প্রথম সার্ভিস গেমেই জোকোভিচকে দুটি ব্রেক পয়েন্ট বাঁচাতে হয়েছে। কিন্তু তৃতীয় গেমে ডাবল ফল্টের সুবাদে পিছিয়ে গেলে পরের গেমেই ফিরে এসে ২-২ ব্যবধানে সমতা ফেরান। ২৯ বছর বয়সী পরবর্তীতে ফ্রেঞ্চম্যানের বিপরীতে ব্রেক পয়েন্ট অর্জন করেন। আর ৩৭ মিনিটেই প্রথম সেট জিতে নিয়ে নিজের আধিপত্য ধরে রাখেন। প্রতিপক্ষের ভুলের সুবাদে দ্বিতীয় সেটে ব্রেক পয়েন্ট দিয়েই শুরু করেন জোকোভিচ। এরপর অবশ্য আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। শেষ চারের অন্য লড়াইয়ে সুইজারল্যান্ডের দ্বিতীয় বাছাই স্টানিসøাস ওয়ারিঙ্কা মূলত প্রথম সেটে টাইব্রেকে পরাজিত হয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন। দ্বিতীয় সেটে আর দাঁড়াতেই পারেননি ওয়ারিঙ্কা। ফলে নিশিকোরি চলতি বছরে দ্বিতীয় মাস্টার্স শিরোপার ফাইনাল নিশ্চিত করেন।
×