ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাস বাড়ানো জয় ব্রাজিলের

প্রকাশিত: ০৫:৫৮, ১ আগস্ট ২০১৬

আত্মবিশ্বাস বাড়ানো জয় ব্রাজিলের

স্পোর্টস রিপোর্টার ॥ অধরা অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক পাওয়ার লড়াইয়ে নামার আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে ব্রাজিল ফুটবল দল। শনিবার প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে অতিথি জাপানকে। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বিখ্যাত হলুদ জার্সি গায়ে জড়ান নেইমার। অধিনায়ককে পেয়ে সেলেসাওরাও হয়ে উঠে দুরন্ত। পুরো ম্যাচেই ব্রাজিলের অলিম্পিক দল নান্দনিক ফুটবল উপহার দিয়েছে। ম্যাচটিতে দুর্দান্ত খেলেন টিনএজ তারকা গ্যাব্রিয়েল। পুরো নাম গ্যাব্রিয়েল বারবোসা আলমেইডা। তবে গোল করার দক্ষতার জন্য ভক্তদের কাছে তার আদরের নাম ‘গ্যাবিগোল’। অলিম্পিক প্রস্তুতি ম্যাচে সেই গ্যাবিগোল দারুণ এক গোল করে অবদান রেখেছেন ব্রাজিলের জয়ে। অলিম্পিকের আয়োজকদের পক্ষে অপর গোলটি করেন মার্কিনহোস। গ্যাব্রিয়েলকে আগামীর তারকাই বলা হচ্ছে। অনেকেই বলছেন, আগামী দুই এক বছরের মধ্যে ইউরোপিয়ান ফুটবলে আলো ছড়াবেন তিনি। এ কারণেই নেইমার ইতোমধ্যে তাকে বার্সিলোনায় খেলার পরামর্শ দিয়েছেন। এরই মধ্যে গ্যাব্রিয়েলকে ব্রাজিলিয়ান ক্লাব সান্টোস থেকে নিয়ে আসার চেষ্টা করছে জুভেন্টাসসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাব। শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৩৩ মিনিটে অসাধারণ চোখ ধাঁধানো গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন গ্যাব্রিয়েল। তার গোলটি দেখলে বিখ্যাত ক্লাবগুলোর আগ্রহ আরও বেড়ে যাওয়ার কথা। মাঝবৃত্ত আর বক্সের মাঝামাঝি বল পেয়ে দ্রুতগতিতে জাপানের ডিফেন্সে ভেঙ্গে শট নেন ১৯ বছর বয়সী গ্যাব্রিয়েল। বল এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। ৪১ মিনিটে দ্বিতীয় গোলটাও দর্শনীয়। নেইমারের কর্নার থেকে লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে গোল করেছেন মার্কিনহোস। জাপানের দুজন ডিফেন্ডার ‘পাহারা’য় থাকলেও তারা কিছুই করতে পারেননি। বিরতির পর আর কোন গোলের দেখা পায়নি সেলেসাওরা। অবশ্য দুর্ভাগ্যও এজন্য দায়ী। নেইমার আর থিয়াগো মাইয়ার দুটি প্রচেষ্টা পোস্টে বাধা পাওয়ায় দুই গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। তবে পুরো ম্যাচেই প্রাধান্য ছিল স্বাগতিক দলের। গ্যাব্রিয়েল, গ্যাব্রিয়েল জেসুস আর নেইমারকে নিয়ে গড়ে ওঠা আক্রমণ ব্যতিব্যস্ত করে রাখে জাপানের রক্ষণভাগকে। আগামী ৫ আগস্ট থেকে শুরু হওয়া রিও অলিম্পিক গেমসে ব্রাজিলের অনুর্ধ ২৩ দলটিকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখছেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে অলিম্পিকের স্বর্ণ পদকটি এখনও অধরাই রয়ে গেছে। ঘরের মাঠে প্রথমবারের মতো আয়োজিত অলিম্পিক গেমসে এবার আর সেই সুযোগ হাতছাড়া করতে চায় না নেইমার বাহিনী। নেইমার ও গ্যাব্রিয়েলের সঙ্গে ফরোয়ার্ড লাইনে সম্ভাব্য তৃতীয় এ্যাটাকার হিসেবে মাঠে নামতে পারেন গ্যাব্রিয়েল জেসুস। ১৯ বছর বয়সী পালমেইরাসের এই স্ট্রাইকারকে আসন্ন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটিতে দেখা যেতে পারে বলে গুঞ্জন আছে। ঘরের মাঠে ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের ক্ষত এখনও ভুলতে পারেনি ব্রাজিলের ফুটবল পাগল মানুষ। এবারের রিও অলিম্পিকের ফুটবলে সোনার পদকটা তাই ব্রাজিলের জন্য হতে পারে দুই বছর আগের দুঃসহ স্মৃতি ভোলার একটা উপলক্ষ্য। বিষয়টা ভালমতোই জানা নেইমারদের। তাই তো তারাও যেকোন মূল্যে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবারের অলিম্পিকে ‘এ’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ ইরাক, দক্ষিণ আফ্রিকা ও ডেনমার্ক। মূল গেমস উদ্বোধনের একদিন আগে অর্থাৎ ৪ আগস্ট শুরু হবে অলিম্পিক ফুটবল। বাংলাদেশ সময় ৫ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ব্রাজিল।
×