ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৩৫, ১ আগস্ট ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ তিন বছরের শিশু ইসনেহা আক্তার তাহির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে চোখের জটিল সমস্যায় ভুগছে। তার চোখ দু’টির দৃষ্টি নষ্ট হতে চলেছে। উন্নত চিকিৎসা দেয়া হলে শিশুটির চোখ রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে চিকিৎসার টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। নোয়াখালীর বিনোদপুর গ্রামে তাদের বাড়ি। শিশুটির মাতা-পিতার আর্থিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায়সম্বল ফুরিয়ে গেছে। টাকার অভাবে বর্তমানে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, ইসনেহা আক্তারের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন মোবাইল নম্বরে Ñ (০১৮১৯২৩৯১৪২)। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×