ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জীবনে প্রথম...

প্রকাশিত: ০৫:৩৫, ১ আগস্ট ২০১৬

জীবনে প্রথম...

মাথা ব্যথা! সে তো আমাদের নিত্যসঙ্গী। ৮ থেকে ৮০, শরীর নিয়ে সমস্যা লেগেই রয়েছে। কিন্তু ১২০ বছর বয়সেও এনার কোন শারীরিক সমস্যা নেই। এই বয়সে এসে তিনি প্রথম জানলেন মাথার যন্ত্রণা কাকে বলে। আর সেইজন্যই জীবনে প্রথম চেক-আপ করাতে গেলেন হাসপাতালে। কিন্তু, সামান্য হাই প্রেসার ছাড়া আর তেমন কোন বেগতিক দেখলেন না চিকিৎসকেরা। ১২০ বছরের স্বামী শিবানন্দের জন্মের আগের বছরই আবিষ্কার হয় এক্সরে মেশিন। কিন্তু সারাজীবনে তার দরকার পড়েনি এই বৃদ্ধের। বাবার এই সুস্বাস্থ্যের রহস্য কি? তাঁর ভক্তরা জানিয়েছেন, প্রত্যেকদিন কাঁচা লঙ্কার ভর্তা খান তিনি। সঙ্গে সিদ্ধ খাবার। আর অবশ্যও প্রত্যেকদিন নিয়ম করে শরীরচর্চা। পাসপোর্ট অনুযায়ী বয়স ১২০ হলেও দেখে তা বোঝার উপায় নেই। তাঁর স্বাস্থ্য দেখে ডাক্তার-নার্সদেরও চোখ কপালে। এমনকি ডাক্তারদের সর্বাঙ্গাসন করে দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
×