ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাদেব সাহার জবানবন্দী

সলেমান মৌলবিদের জন্যই আমার ভাই-কাকিকে পাকিরা গুলিতে হত্যা করে ॥ যুদ্ধাপরাধী বিচার

প্রকাশিত: ০৫:৩৪, ১ আগস্ট ২০১৬

সলেমান মৌলবিদের জন্যই আমার ভাই-কাকিকে পাকিরা গুলিতে হত্যা করে ॥ যুদ্ধাপরাধী বিচার

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শরীয়তপুরের সোলায়মান মোল্লা ওরফে সলেমান মৌলবি ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে প্রসিকিউশনের এগারোতম সাক্ষী মহাদেব সাহা জবানবন্দী দিয়েছেন। জবানবন্দীতে সাক্ষী বলেন, আসামি সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলী সরদারের সহায়তায় রাজাকাররা ও পাকিস্তানী আর্মি আমার কাকাত ভাই ইন্দ্রজিৎ দাস ও আমার কাকিকে গুলি করে হত্যা করে। পাকিরা গুলি করলে আমার বুকের বাঁ পাশ দিয়ে গুলি বেরিয়ে যায়। এ ছাড়া আমার দুই ভাইও গুলিতে আহত হয়। জবানবন্দী শেষে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ১৪ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেত্রকোনার আসক আলীসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে সাক্ষীকে সাক্ষ্য দানে সহায়তা করেন প্রসিকিউটর (সাবেক জেলা জজ) হƒষিকেশ সাহা, প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন, আসামিপক্ষে জেরা করেন এ্যাডভোকেট গাজী এমএইচ তামিম। নেত্রকোনার ৫ রাজাকার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেত্রকোনার আসক আলীসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই মামলার আসামি আসক আলী (৯০) ছাড়া অন্য আসামিরা হলেন মোঃ শাহনেওয়াজ (৯০), আজিজুর রহমান (৭০) রমজান আলী (৭৮) ও খলিলুর রহমান (৭২)। রবিবার চেযারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
×