ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩২, ১ আগস্ট ২০১৬

লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩১ জুলাই ॥ পূর্ব বিরোধের জের ধরে জেলার লালপুরে আব্বাস আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে জমিরউদ্দিন নামের অপর একজন আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্বাস আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্বাস আলী এবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৃত বলাইউদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। লালপুর থানার পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আব্বাস আলী ও মিজান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি এলাকায় আব্বাস আলী ও তার সহযোগী জমিরউদ্দিন বিশ্বাস দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় ধারালো অস্ত্র নিয়ে মিজান গ্রুপের লোকজন তাদের ওপর অতকিতে হামলা চালায়। এ সময় আব্বাস আলী পালাতে গেলে তারা আব্বাসের হাতে ও পায়ে গুলি করে। ঘটনাটি দেখে স্থানীয়রা এগিয়ে এলে মিজান গ্রুপের লোকজন পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আব্বাস আলী ও জমিরউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আব্বাস আলীর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে মারা যান।
×