ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৬, ১ আগস্ট ২০১৬

টুকরো খবর

বিদ্যুতস্পৃষ্টে দুই স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩১ জুলাই ॥ দৌলতখান উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই গ্রামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লা পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলোÑ লোকমান খানের নবম শ্রেণী পড়ুয়া পুত্র শাকিব ও দুলাল মিয়ার ছেলে শামিম। স্থানীয়রা জানান, নিহত শাকিব সকালের দিকে তাদের পোল্ট্রি ফার্মে মুরগিকে খাবার দেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী খামারের শামিম বাঁচাতে যায়। এ সময় সেও বিদ্যুতস্পৃষ্ট হয়। এ সময় ঘটনাস্থলে শাকিব মারা যায়। স্থানীয়রা শামিমকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, রবিবার সকালে জেলার বেলকুচি উপজেলার দেলুয়া পূর্বপাড়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় ওয়ার্ড কমিশনার শহিদুল ইসলাম জানান, বাজার নিয়ে কলাগাছের ভেলায় চড়ে বাড়ি ফেরার পথে লগির সঙ্গে বৈদ্যুতিক তার জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুস মারা যান। ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩১ জুলাই ॥ ভোলার ইলিশা রাজাপুর ইউনিয়নকে রাক্ষুসে মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষার জন্য জিওব্যাগ বৃদ্ধির দাবিতে গণসমাবেশ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। ইলিশা বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে রবিবার সকাল ১০টা থেকে এ কর্মসূচী শুরু হয়। এ কর্মসূচীতে ইলিশা রাজাপুর এলাকার সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার শত শত লোক অংশ নেন। এ সময় স্থানীয় ইলিশা ইউনিয়নের মেম্বার ও ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ মৌলভীরহাট ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ নিজাম উদ্দিন, ইলিশা রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার, বিল্লাল, ছাদ্দাম হোসেন প্রমুখ। প্রেসক্লাব ভবন নির্মাণে অর্থ বরাদ্দ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩১ জুলাই ॥ নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দোতলা ভবন নির্মাণের জন্য অর্থ মন্ত্রণালয় এক কোটি ১১ লাখ টাকার অনুদান বরাদ্দ করেছে। রবিবার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, গত ১৬ মে নেত্রকোনার কৃতী সন্তান প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানকে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা প্রেসক্লাবের দোতলা ভবন নির্মাণের জন্য সরকারী অনুদান প্রাপ্তিতে সহায়তার দাবি তুলে ধরেন। এ সময় তিনি ভবন নির্মাণের জন্য একটি প্রাক্কলন তৈরি এবং এ ব্যাপারে সহায়তার জন্য স্থানীয় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। এছাড়া ঢাকায় ফিরে তিনি তার নিজ জেলার সাংবাদিকদের দাবির বিষয়টি অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরবর্তীতে প্রেসক্লাব কর্তৃপক্ষ ১ কোটি ১১ লাখ টাকার প্রাক্কলন তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে আবেদন পাঠান। এরই পরিপ্রেক্ষিতে ২০১৬-১৭ অর্থবছরের অর্থ বিভাগের বাজেট থেকে প্রস্তাবিত প্রাক্কলনের সম্পূর্ণ টাকা বরাদ্দ করা হয়। একইভাবে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জেলা বার ভবনের জন্যও আরও ৩ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হরিপুর বিদ্যুত কেন্দ্রে ট্রান্সফরমারে আগুন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩১ জুলাই ॥ বন্দর উপজেলার হরিপুরে বিদ্যুত কেন্দ্রের গ্রিড উপকেন্দ্রের সরবরাহ লাইনের একটি ট্রান্সফরমারে অগ্নিকা- সংঘটিত হয়েছে। আগুনে ওই গ্রিড উপকেন্দ্রের টিআর-২ ট্রান্সফরমারটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়ার্টার্স, আদমজী ও ডেমরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আখন্দ জানান, বন্দর উপজেলার গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে শনিবার রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ২০-২৫ ফুট উপরে উঠে যায়। অগ্নিকা-ে ট্রান্সফরমারটি পুড়ে গেছে। উল্লেখ্য, বন্দর উপজেলার হরিপুরে ১১০, ১০০, ৩৬০ ও ৪১২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন চারটি বিদ্যুত কেন্দ্র রয়েছে। এছাড়া জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহের জন্য দুটি গ্রিড উপকেন্দ্র রয়েছে। হরিপুর বিদ্যুৎ কেন্দ্রগুলো কেপিআইভুক্ত এলাকা। শাহী ৯৯ পার্কে নিরাপত্তা জোরদার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সম্প্রতি দেশের মধ্যে কয়েকটি জঙ্গী হামলার ঘটনায় উত্তর বরিশালের একমাত্র বিনোদন কেন্দ্র শাহী ৯৯ পার্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রবিবার সকালে পার্কের প্রবেশপথে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের মাঝে আধুনিক হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর (স্ক্যানার) প্রদান করেছেন পার্ক নির্মাতা শামীম আহমেদ। তিনি জানান, পার্কে আশা দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পার্ক এলাকায় বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা ও নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যা। পার্কে প্রবেশের সময় দর্শনার্থীদের দেহ তল্লাশির জন্য স্ক্যানার মেশিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে পার্কের দু’পাশের প্রবেশদ্বারে বসানো হবে অত্যাধুনিক আর্চওয়ে (ইলেক্ট্রনিক গেট)। সিরাজগঞ্জে বিপুল মাদক ধ্বংস স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ইমান আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ধ্বংস করা মাদকদ্রব্যগুলো হলোÑ দুই হাজার ৭শ’ বোতল ফেনসিডিল, ১শ’ ৯৯ কেজি গাঁজা, দুই হাজার ৭শ’ ৯০ পিস ইনজেকশন ও ৪শ’ ৬২ লিটার চোলাই মদ। সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গলাচিপা উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ির দেবোত্তর সম্পত্তি বেদখল হওয়ার হাত থেকে রক্ষার দাবিতে রবিবার দুপুরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়ার কর্মসূচী পালন করেছে। কালীবাড়ি পরিচালনা পরিষদ, গলাচিপা শাখা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদসহ কয়েকটি সংগঠনের আহ্বানে এ কর্মসূচী পালন করা হয়। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গলাচিপা পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা ও সাবেক পৌর চেয়ারম্যান আবু তালেব মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি সুনীল কৃষ্ণ কু-ু, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ পাল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মনিন্দ্র চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের তাপস দত্ত, সৌমিত্র দেবনাথ প্রমুখ। তেঁতুলিয়ায় সেতু নির্মিত হলে পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের চিত্র নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩১ জুলাই ॥ বাউফলের ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া ও ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে একটি ব্রিজ নির্মিত হলে ভোলা ও পটুয়াখালী জেলার মানুষের সঙ্গে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে। লাভবান হবে দক্ষিণাঞ্চলের মানুষ। সমুদ্র সৈকত কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যন্ত সড়কপথে যোগাযোগ সহজ হবে। এ ছাড়াও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মংলা ও পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত সড়কপথে মালামাল পরিবহন করা যাবে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, বাণিজ্য সম্প্রসারণ ঘটবে। এ ব্যাপারে জাতীয় সংসদের চীফ হুইপ ও বাউফলের এমপি আসম ফিরোজ জানান, বাউফলের মঠবাড়িয়া ও ভোলার ভেলুমিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে ব্রিজ নির্মাণের জন্য তিনি চলতি বছর ২০ জুলাই সেতু বিভাগের সচিবের কাছে একটি পত্র প্রেরণ করেছেন। এর প্রেক্ষিতে গত ২৩ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলীম উদ্দিন আহম্মেদের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ওই নদীতে প্রস্তাবিত ব্রিজ নির্মাণের সম্ভব্যতা যাচাই করে যান। মৎস্য পোনা অবমুক্ত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বিজিবির উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। রবিবার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত ও পুকুর পাড়ে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদ এ সময় ডিএডি ইমাম হোসেনসহ বিজিবি হেডকোয়ার্টারের কর্মকর্তা ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ বুলবুল সেতু উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩১ জুলাই ॥ অবশেষে শেরপুর-শ্রীবরদী সড়কের কুড়িকাহনীয়া এলাকায় নির্মিত ৪০.৯০ মিটার দৈর্ঘ্যরে ব্রিজটির উদ্বোধন হয়েছে। রবিবার দুপুরে সংসদ সদস্য একেএম ফজলুল হক চান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ওই ব্রিজের উদ্বোধন করেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএমএম ফারুক হোসেন, শেরপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুপ্তা চাকমা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন উপস্থিত ছিলেন। সিলেটে ছাত্রলীগে সংঘর্ষ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র পদপ্রার্থী ফারুক আহমদ এবং জকিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আবদুস সালাম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েকদিন আগে ফারুক গ্রুপের এক নেতা ফেসবুকে জকিগঞ্জ সরকারী কলেজের এক শিক্ষককে জামায়াত-শিবির অনুসারী বলে মন্তব্য করেন। বকেয়া দাবি সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩১ জুলাই ॥ বকেয়া বেতনের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনির ডগরমোড়া এলাকার ‘জালাল আহমেদ নীট কম্পোজিট লিমিটেড’ কারখানার সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন সকালে ওই কারখানার আড়াই শতাধিক শ্রমিক সকালে কারখানায় প্রবেশ করে বকেয়া আড়াই মাসের বেতনের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। ৩৪৫ বাড়ি আলোকিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলার ৫টি গ্রামের ৩৪৫ বাড়িতে শনিবার রাতে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। এক কোটি ২১ লাখ টাকা ব্যয়ে বিদ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এলাকার পরিচালক প্রভাষক বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমিনুর রহমান বিশ^াস, মজিদুল ইসলাম মাস্টার, আবু আক্কাছ, মতিউর রহমান ও জিয়াউর রহমান জিয়া। বৃক্ষমলা উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৩১ জুলাই ॥ গফরগাঁওয়ে ৩ দিনের ফলদ ও বনজ বৃক্ষ মেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শঙ্কর ক-ুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন প্রমুখ।
×