ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৭ বছর পর বেড়া পৌর নির্বাচন ॥ প্রচারে সরগরম

প্রকাশিত: ০৪:৩৫, ১ আগস্ট ২০১৬

১৭ বছর পর বেড়া পৌর নির্বাচন ॥ প্রচারে সরগরম

সংবাদদাতা, বেড়া, পাবনা, ৩১ জুলাই ॥ আওয়ামী লীগ, বিএনপি এবং এক স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচারে সরগরম বেড়া পৌরসভা। প্রায় সতেরো বছর পর আগামী ৭ আগস্ট বেড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এত দিন পর পৌরসভা নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়ে আনন্দিত অনেক তরুণ ভোটার। এ নির্বাচন ঘিরে পৌরসভার সর্বত্র এখন খুশির আমেজ বিরাজ করছে। ভোটারদের মধ্যে শুরু হয়েছে ভোটের হিসাব নিকাশ। প্রার্থীরাও সম্ভাব্য ভোটের হিসাব নিকাশ নিয়ে প্রচারে নামছে। বেড়া পৌরসভায় মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চার প্রার্থী মেয়র পদের মনোনয়নপত্র জমা দিলেও একজন প্রার্থিতা প্রত্যাহার করায় এখন তিনজন রয়েছেন। এর মধ্যে বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন দল মনোনীত হয়ে নৌকা প্রতীকে, বেড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান দলীয় প্রতীক ধানের শীষ এবং বেড়া পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র ও ডা. আব্দুল আউয়াল স্বতন্ত্র থেকে নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
×