ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৫, ১ আগস্ট ২০১৬

টুকরো খবর

নয়া কারাগারে দর্শনার্থীদের বিড়ম্বনা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩১ জুলাই ॥ দুইদিন দেখা-সাক্ষাত বন্ধ রাখার পর রবিবার সকাল থেকে নতুন কারাগারের বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাত ফের চালু করা হয়। কিন্তু স্বজন বা দর্শনার্থীরা বন্দীদের দেখা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। রাজধানীর গে-ারিয়া থেকে বন্দী স্বামী সারোয়ারকে দেখতে এসেছিলেন সায়লা বেগম। সকাল ৯টায় এলেও দুপুর দেড়টা নাগাদ তিনি স্বামীর দেখা পাননি। সায়লা জানান, প্রায় এক ঘণ্টা প্রচ- রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে সাক্ষাত সিøপ সংগ্রহ করেছেন। এরপর সাক্ষাত কক্ষে গিয়ে আরও প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও স্বামীর দেখা পাননি। পরে তিনি আবারও লাইনে দাঁড়িয়ে সাক্ষাত সিøপ সংগ্রহ করেন। তারপর আগের মতোই সাক্ষাত কক্ষে ঘণ্টাখানেক অপেক্ষা করেও স্বামীর দেখা পাননি। তার অভিযোগ, দুই দফায় সাক্ষাত সিøপ সংগ্রহ করতে তাকে ২০০ করে ৪০০ টাকা দিতে হয়েছে। টাকা না দিলে সাক্ষাত সিøপ দিচ্ছে না দায়িত্বরত দুই কারারক্ষী। এ বিষয়ে জানতে চাইলে সাক্ষাত কক্ষের দায়িত্বে কারারক্ষী অমৃত ও গাজী জানান, পুরাতন কারাগারে একেক আসামি একেক সেলে ছিল। এখানে কোন আসামি কোন সেলে তা বন্দীদের স্বজনরা যেমন জানে না আমরাও জানি না। এজন্য বন্দীদের খুঁজে আনতে সমস্যা হচ্ছে। তাই অনেক স্বজন বা দর্শনার্থী বন্দীদের দেখা না পেয়ে ফিরে গেছে। পাগলা কুকুরের কামড়ে নিহত এক নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩১ জুলাই ॥ সাভারে দু’টি স্থানে পাগলা কুকুরের কামড়ে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। শনিবার রাতে সাভারের গেন্ডা ও রবিবার সকালে ইমান্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার রাতে গেন্ডা এলাকায় পাগলা কুকুরের কামড়ে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়। পরে এলাকাবাসী ওই পাগলা কুকুরকে ধাওয়া দিয়ে আটক করার চেষ্টা করলেও পারেনি। অপরদিকে, রবিবার সকালে ইমান্দিপুর এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে ওই এলাকার নারী ও শিশুসহ আহত হয়েছে অন্তত ৭ জন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঠাকুরগাঁও ইক্ষুচাষী সমিতির নির্বাচন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ জুলাই ॥ কেন্দ্রীয় ইক্ষুচাষী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইউনুস আলী ও সাধারণ সম্পাদক পদে তোজাম্মেল হক তজু নির্বাচিত হন। অন্য প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন। পরে নির্বাচিত ওই কমিটি কেন্দ্রীয় আখচাষী কল্যাণ সমিতির ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ষোষণা করেন। সেই কমিটির সভাপতি পদে ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিনকে মনোনীত করেন। সুন্দরবনে ১০ জেলে অপহৃত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভদ্রা এলাকা থেকে ১০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। রবিবার সকালে জেলে বহরে হামলা চালিয়ে দস্যুরা ওই ১০ জেলেকে মাথাপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ধরে নিয়ে যায় বলে জেলেরা জানায়। মংলার চাঁদপাই রেঞ্জ এলাকার ভদ্রা খাল এলাকায় মাছ ধরারত জেলেরা জানায়, রবিবার সকালে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা সুন্দরবনে মাছ ধরারত জেলেবহরে হামলা চালায়। এ সময়ে তারা ১০-১২টি নৌকায় থাকা জেলেদের মাছ ও রসদ লুটে নিয়ে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে ধরে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি মংলা শরণখোলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাক হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩১ জুলাই ॥ হেরোইন রাখার দায়ে ফিরোজা বেগম নামে নারী মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ-াদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় প্রদান করেন। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৮ জুন নাটোর শহরের বন বেলঘরিয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইনসহ ফিরোজা বেগমকে আটক করে ডিবি পুলিশ। ৯ জুন ফিরোজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়। কলেজ জাতীয়করণ দাবিতে অনশন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩১ জুলাই ॥ আটপাড়া কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী রবিবার স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছেন। বেলা ১টার দিকে বিক্ষোভকারীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদের সামনে অনশন শুরু করেন। পরে আড়াইটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন শরবত খাইয়ে তাদের অনশন ভঙ্গ করান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু, শিক্ষক মানিক রায়, নিরঞ্জন পাল সৈকত, তপন সাহা, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন খান জীবন, মুক্তিযোদ্ধা জজ মিয়া, এলাকাবাসী জিয়াউল হক চৌধুরী, খলিলুর রহমান খান কানন, আবু হানিফ, অমল দত্ত প্রমুখ। সীমানা পিলারসহ আটক ৫ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলা থেকে সীমানা পিলারসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রবিবার উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলো- খুলনার দাকোপ উপজেলার শ্রীনগর গ্রামের মালেক সরদার, একই গ্রামের কাউসার মোল্লার ছেলে কামরুল মোল্লা, শ্যামবাগাত গ্রামের সাঈদ শেখের ছেলে মিলন শেখ ও তার ভাই ইসলাম শেখ এবং ওহিদ মল্লিক। ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল রবিবার ভোরে উপজেলার শ্যামবাগাত গ্রামের ওহিদ মলিকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৫ জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পেছনে লুকিয়ে রাখা একটি সীমানা পিলার উদ্ধার করা হয়। গাছের চারা বিতরণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলদ ও কলম চারা বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রবিবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই ফলদ ও কলম চারা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মোঃ মজিদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক তরুণ ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সমাজের অবহেলিত ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে রবিবার সকালে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জেলার গৌরনদী পৌর এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন টিপিডিও এবং ইয়াকুব জোবেদা স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নরসিংহলপট্টি গ্রামের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ শিক্ষানুরাগী জালাল উদ্দিন হাওলাদার, টিপিডিও’র নির্বাহী পরিচালক সাংবাদিক মোহাম্মদ আলী বাবু, পরিচালক এইচএম জহিরুল হক, প্রধান শিক্ষক খায়রুল আলম, শিক্ষানুরাগী বাদশা সিকদার প্রমুখ। চার মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩১ জুলাই ॥ বিদেশী মদ, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও টাকাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। রবিবার ভোরে ঝিনাইদহের আড়পাড়া ও চুয়াডাঙ্গার বনানীপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- শহিদুল, অন্তর, রোকন ও শরিফুল।
×