ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৯

প্রকাশিত: ০৪:৩৪, ১ আগস্ট ২০১৬

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের  দু’গ্রুপে সংঘর্ষ ॥  আহত ৯

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম রনি ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল মোস্তফা টিনুর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ উভয় গ্রুপের ৯ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষের নেতাকর্মীরা দাবি করেছেন। জানা যায়, গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে টিনুর অনুসারীরা কলেজের আশপাশের এলাকায় প্রভাব বিস্তার করতে থাকে। গত বৃহস্পতিবার তারা চকবাজার এলাকায় সুমন নামে নুরুল আজিম রনির এক অনুসারীকে মারধর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এই ধারাবাহিকতায় রবিবার দুপুর ১টার দিকে টিনুর অনুসারীরা কলেজ এলাকায় মানববন্ধন করে। পরে তারা মিছিল নিয়ে প্রেসক্লাব যায়, সেখান থেকে পুনরায় কলেজ এলাকায় এসে মিছিল সহকারে কলেজে প্রবেশ করতে গেলে নুরুল আজিম রনির অনুসারীরা তাদের বাধা প্রদান করে। এ সময় টিনুর অনুসারীরা গেটের বাইরে থেকে রনির অনুসারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। রনির অনুসারীরাও পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
×