ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জোর করে জামায়াত নেতা বানানোর অভিযোগ

প্রকাশিত: ০৪:৩৩, ১ আগস্ট ২০১৬

জোর করে জামায়াত নেতা বানানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের প্রভাবশালীরা আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দায়ের করে পরাজিত হয়। এখন তারা আমাকে জোর করে বির্তকিত রাজনৈতিক দল জামায়াতের নেতা বানানোর জন্য প্রশাসনকে দিয়ে হয়রানিসহ মিথ্যে মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে ওই কুচক্রি মহলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। রবিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন, নগরীর দক্ষিণ আলেকান্দা খান বাড়ির রোগাক্রান্ত সুলতান খান। তিনি আরও বলেন, ব্যক্তিজীবনে আমি কোনদিন জামায়াত কিংবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তারপরেও প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে পরিবার পরিজন নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।
×