ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রীনিবাসের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩৩, ১ আগস্ট ২০১৬

ছাত্রীনিবাসের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ছাত্রী নিবাসের ফি বৃদ্ধির প্রতিবাদে ও পূর্বের ফি বহাল রাখার দাবিতে দিনাজপুর সরকারী কলেজের ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। রবিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন কর্মসূচী পালন করে। এর আগে তারা দিনাজপুর সরকারী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচীতে শিক্ষার্থীরা জানিয়েছে, অবিলম্বে তাদের দাবি মেনে না নেয়া হলে আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা জানায়, দিনাজপুর সরকারী কলেজের ২টি ছাত্রীনিবাসে মোট ২শ’ ২ শিক্ষার্থী থাকে। এর মধ্যে আবাসিক হোস্টেল-১ এ ৭২ জন ও ২ এ ১৩০ জন। এতদিন ধরে এই ছাত্রী নিবাস দুটির শিক্ষার্থীরা মাসে ৩ হাজার ১৫০ টাকা করে ফি দিয়ে আসলেও হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ ফি বাড়িয়ে ৬ হাজার টাকা করেছে। এই ফি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে তাদের নোটিসে জানানো হয়। শিক্ষার্থীরা জানায়, পূর্বানোটিস ছাড়া হঠাৎ করে ফি বৃদ্ধি ও কার্যকর করার ফলে অনেক শিক্ষার্থীই বিপাকে পড়েছে। বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলা হলেও কোন সুরাহা হয়নি।
×