ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধান ভূমিকা ইইউ পুলিশের অনলাইন প্ল্যাটফর্মের

ইউরোপে দুর্ধর্ষ ১৪ অপরাধী গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৮, ১ আগস্ট ২০১৬

ইউরোপে দুর্ধর্ষ ১৪ অপরাধী গ্রেফতার

ইউরোপীয় পুলিশ বাহিনী দুর্ধর্ষ অপরাধীদের এক তালিকা থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে। অভিযান শুরু হওয়ার পর ছয় মাসের মধ্যে গ্রেফতার হয়েছে এসব অপরাধী । জনগণ তথ্য দিয়ে সাহায্য করায় এসব অপরাধীদের অনেককে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে শুক্রবার জানিয়েছে কর্মকর্তারা। খবর এএফপির। ইউরোপিয়ান পুলিশ সংস্থা ইউরোপোল এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে কমপক্ষে আটজন পলাতক অপরাধীর অবস্থান নির্ণয় করতে প্রধান ভূমিকা রেখেছে অনলাইন প্ল্যাটফর্ম। নবেম্বরে প্যারিসে জঙ্গী হামলায় ১৩০ জনের মৃত্যু হওয়ার পর সমন্বয়হীনতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এর প্রেক্ষিতেই ইউরোপীয় ইউনিয়নের পুলিশ বাহিনীগুলো একত্রে এক অনলাইন প্ল্যাটফর্ম চালু করে। এ মুহূর্তে জেলে রয়েছে প্যারিস হামলার অন্যতম প্রধান সন্দেহভাজন বেলজিয়ান বংশোদ্ভূত সালেহ আবদেসালাম এবং মরক্কান-বেলজিয়ান মোহাম্মদ আরবিনির ভাই ইব্রাহিম আরবিনি। প্যারিস হামলা এবং মার্চের ব্রাসেলস বোমা হামলার সঙ্গে জড়িত ছিলেন মোহাম্মদ আরবিনি। তাদের গ্রেফতার হওয়ার সঙ্গে সরাসরি কোন সম্পর্ক নেই অনলাইন প্ল্যাটফর্মের। তবে গত ২৯ জানুয়ারি এটি চালু হওয়ার পর থেকে এতে লাখ লাখ মতামত এসেছে। জনগণের কাছ থেকে তথ্য পাওয়ায় গত ফেব্রুয়ারিতে প্যারিসের বইয়ের একটি দোকান থেকে গ্রেফতার করা হয় রোমানিয়ান যোগ শিক্ষক ও আধ্যাত্মিক পরামর্শক গ্রেগোরিয়ান বিভোলারুকে (৬৪)। তালিকাভুক্ত দুর্ধর্ষ পলাতক অপরাধীদের মধ্যে পুলিশের টার্গেটে ছিলেন বিভোলারু। গত জুনে শিশু নির্যাতন এবং শিশু পর্নোগ্রাফির জন্য অভিযোগে বিভোলারুকে রোমানিয়ার কাছে হস্তান্তর করার জন্য নির্দেশ দিয়েছিল ফ্রান্সের এক আদালত। এছাড়া পলাতক অপরাধীদের মধ্যে একজন বেলজিয়ানকে গ্যাবনে, একজন পোলিশকে মাল্টায় এবং একজন সুইডিশকে ব্রিটেন থেকে গ্রেফতার করা হয়।
×