ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উপকারী প্রাণী কবুতর

প্রকাশিত: ০৪:২৫, ১ আগস্ট ২০১৬

উপকারী প্রাণী কবুতর

কবুতরকে আমরা নানা পরিচয়ে চিনি। প্রাচীনকালে কবুতরকে চিঠি আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। আবার কবুতরকে শান্তির প্রতীক বলা হয়ে থাকে। এই কবুতর পালনের সুবিধাও অনেক। খুব সহজেই কবুতর লালন-পালন করা যায়। এ থেকে মাংস ও ডিম উভয়ই পাওয়া যায়। অনেকে আবার কবুতর পালন করে স্বাবলম্বী হতে পারে। রবিবার ঢাকার মিরপুর এলাকা থেকে এই কবুতরটির ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×