ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিটমহল বিলুপ্তির এক বছর

প্রকাশিত: ২২:৫৩, ৩১ জুলাই ২০১৬

ছিটমহল বিলুপ্তির এক বছর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দেখতে দেখতে ৩৬৫টি দিন অতিবাহিত হতে যাচ্ছে। ৬৮ বছরের বন্দী জীবন থেকে মুক্তি পাওয়ার একটি বছর অতিবাহিত হবে আজ রবিবার ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে। আর এ জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অভ্যান্তরে থাকা ১১১টি বিলুপ্ত ছিটমহল বাসিন্দাদের মাঝে ৬৮ বছরের বন্দী জীবনের মুক্তি পাওয়ার আনন্দের প্রথম বর্ষপুর্তিতে সাজ সাজ রব শুরু হয়েছে। বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে এসব বিলুপ্ত ছিটমহলের বাংলাদেশের নতুন এই নাগরিকরা আজ রাত থেকে পহেলা আগষ্ট দিনভর দিনটি উপভোগ করবে। তাদের এই মুক্তির এক বছরের জয়গানে তারা শ্লোগান দিয়েছে শেখ হাসিনা আমাদের মা জননী- আমরা তার মুক্তি সেনার দল। ২০১৫ সালের ৩১ জুলাই তারা মুক্তির অবসানে ৬৮টি মমবাতি প্রজ্জলিত করেছিল। ২০১৬ সালের এই দিনে তারা মমবাতি প্রজ্জলিত করবে একটি। আজ রবিবার বিভিন্ন বিলুপ্ত ছিটমহল সরেজমিনে দেখা যায় বিলুপ্ত হওয়ার এক বছরে ব্যাপক পরিবর্তন এসেছে ছিটমহলগুলোতে। সরকারি চাকরিও মিলেছে বাসিন্দাদের। রাস্তাঘাট, হাটবাজার, স্কুল ইত্যাদি নতুন করে গড়ে উঠেছে। ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। সরকারি সকল সুযোগ সুবিধা ও অনুদান পেয়েছে এবং পেয়ে চলেছে। কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে। এ জন্য বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদানকে ভুলবে না বিলুপ্ত ছিটমহলের মানুষ। এ বছর পূর্তির আনন্দে বিলুপ্ত ছিটের শিশুরা আনন্দ জেগে উঠেছে। তারা এখন থেকেই বাংলাদেশে জাতীয় পতাকা হাতে নিয়ে উৎসবে মেতেছে।
×