ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন সড়কের গাছ সাবাড় হচ্ছে

প্রকাশিত: ২১:০২, ৩১ জুলাই ২০১৬

রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন সড়কের গাছ সাবাড় হচ্ছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন সড়কের ধারে লাগারো গাছগুলো দিন দিন সাবাড় হচ্ছে। প্রকাশ্য দিবালোকে নতুবা রাতের আধারে এসব গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে সরকার হারাচ্ছে গাছের মুল্য সহ রাজস্ব। আজ রবিবার সকালে এলাকাবাসী অভিযোগ করে জানায় জেলা পরিষদের আওতায় উপজেলার রংপুর-গঙ্গাচড়া, গঙ্গাচড়া-বেতগাড়ী, গজঘন্টা-গঙ্গাচড়া, মহিপুর-গঙ্গাচড়া, কোলকোন্দ-গঙ্গাচড়া, গঙ্গাচড়া-বড়াইবাড়ি, মহিপুর-বুড়িরহাটসহ বিভিন্ন সড়কে শত শত শিশু, কড়াইগাছ গুলো তদারকি না থাকার কারণে গাছ গুলো রোগে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। প্রথমে তারা গোড়ার দিকে আস্তে আস্তে কাটে। তারপর কোনো এক সময় সমস্ত গাছটি কেটে নিয়ে যায়। উপজেলার অধিকাংশ রাস্তার গাছ কেটে নেওয়া হয়েছে। গাছ শুন্য হয়ে পড়ছে সড়কগুলো। এ ব্যাপারে রংপুর জেলা পরিষদের সচিব আরজুয়ারা বেগম সাংবাদিকদের বলেন, বিষয়টি আমরা দেখছি। জনবল কম তাই সবকিছু দেখা সহজে হয় না। তবে কোথাও কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
×