ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির অভিযোগ জাকিরের

প্রকাশিত: ২০:১৮, ৩১ জুলাই ২০১৬

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির অভিযোগ জাকিরের

অনলাইন ডেস্ক ॥ ভারতের টাইমস নাউ চ্যানেলের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী-সহ চ্যানেলের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানির নোটিস পাঠিয়েছেন ভারতের ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েক। ওই চ্যানেলে প্রচারিত খবরের জেরে তার সম্মানহানি হয়েছে বলে দাবি করেছেন জাকির। গত ১৬ জুলাই আইনজীবী মুবিন সোলকারের মাধ্যমে ওই নোটিস পাঠিয়েছেন জাকির। আইনজীবীর দাবি, ‘দ্য নিউজ আওয়ার ডিবেট’ শো'তে সম্প্রচারিত খবর ভিত্তিক অনুষ্ঠানে সাধারণ মানুষের সামনে জাকির নায়েকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। জাকির নায়েক পিস টিভির মাধ্যমে সংখ্যালঘুদের জঙ্গি ভাবধারায় অনুপ্রাণিত করেন বলে অভিযোগ। বাংলাদেশে হামলাকারী জঙ্গিরা তার অনুষ্ঠান দেখেই উদ্বুদ্ধ হয়েছে বলে অভিযোগ ওঠে। তারপরেই ভারত ও বাংলাদেশে একযোগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোথা থেকে পিস টিভির জন্য বিজ্ঞাপন আসত, কী ধরনের অনুষ্ঠান-মতবাদ সম্প্রচারিত হত তা খতিয়ে দেখেছেন গোয়েন্দারা। বেগতিক বুঝে দেশছাড়া হয়েছেন জাকির। তবে সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দাবি করেছেন তিনি নির্দোষ।
×