ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রিনের হ্যাটট্রিকে বায়ার্নের ইন্টার বধ

প্রকাশিত: ১৯:৪৪, ৩১ জুলাই ২০১৬

গ্রিনের হ্যাটট্রিকে বায়ার্নের ইন্টার বধ

অনলাইন ডেস্ক ॥ প্রাক-মৌসুমের ম্যাচে উড়ন্ত জয় পেল বায়ার্ন মিউনিখ। জুলিয়ান গ্রিনের হ্যাটট্রিকে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ৪-১ ব্যবধানে হারালো কার্লো আনচেলত্তির শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন ফ্রাঙ্ক রিবেরি। আর ইন্টারের হয়ে একমাত্র গোলটি করেন মাউরো ইকার্দি। যুক্তরাষ্ট্রের উত্তর কারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় দু’দল। তবে এদিন ইন্টারকে কোন সুযোগই দেয়নি জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন। শনিবার রাতের এ ম্যাচে বিরতির আগেই ইন্টারের জালে চার গোল দেন বাভারিয়ান ফুটবলাররা। ম্যাচের সাত, ৩০ ও ৩৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন গ্রিন। গ্রিনের এটি আবার ঘরের মাঠ। কারণ তিনি যুক্তরাষ্ট জাতীয় দলের তারকা। এর আগে ১৩ মিনিটে ফ্রেঞ্চ স্ট্রাইকার রিবেরি একটি গোল করেন। বিরতির পর দু’দলই আক্রমণ চালায়। তবে খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে একটি শান্তনার গোল পায় ইন্টার। ইকার্দি গোলটি শোধ করেন। কিন্তু ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তি শিষ্যরা।
×