ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কমলাপুর বাস ডিপোতে যাত্রীদের ওপর হামলা তদন্তে প্রমাণিত

প্রকাশিত: ০৮:২৪, ৩১ জুলাই ২০১৬

কমলাপুর বাস ডিপোতে যাত্রীদের ওপর হামলা তদন্তে প্রমাণিত

স্টাফ রিপোর্টার ॥ কমলাপুর বিআরটিসি ডিপোতে বাস ঢুকিয়ে যাত্রীদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনার প্রমাণ পেয়েছে গঠিত তদন্ত কমিটি। শনিবার মন্ত্রণালয়ের নির্দেশে বিআরটিসির তদন্ত কমিটি ডিপোর ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে। বেশিরভাগ সাক্ষীই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে যাত্রীদের ওপর হামলার ঘটনায় চালকের জামানত বাজেয়াফত করে তাকেসহ কন্ডাক্টরকে চাকরিচ্যুত করেছেন কমলাপুর ডিপো ম্যানেজার। সেইসঙ্গে চালক ও কন্ডাক্টর যেন কোন অবস্থাতেই বিআরটিসির কোন গাড়িতে দায়িত্ব পালন করতে না পারে সেজন্য দেয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশ। এছাড়াও যাত্রীদের ওপর হামলাকারী হিসেবে ডিপোর কর্মচারী বাদশাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
×