ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে কৃষককে লাথি কিলঘুষি মেরে হত্যা

প্রকাশিত: ০৮:১৬, ৩১ জুলাই ২০১৬

না’গঞ্জে কৃষককে লাথি কিলঘুষি মেরে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ জুলাই ॥ বন্দরে লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে গোলাম ফারুক (৫০) নামে এক কৃষককে কিল ঘুষি ও লাথি মেরে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে বিবিজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত ফারুক বিবিজোড়ার মরহুম আব্দুল মজিদ কারীর পুত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার বিবিজোড়া এলাকায় বাড়ির পাশের একটি ইটখোলার খালি জায়গায় কৃষক গোলাম ফারুকসহ ৪ জন বসে লুডু খেলছিল। নুরুন্নবী মিয়ার ছেলে রাসেল (২৮) লুডু খেলতে চায়। গোলাম ফারুক বলেন, তুমি ছোট তোমার সঙ্গে লুডু খেলবনা। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম ফারুককে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারলে সে অচেতন হয়ে পড়ে। এ সময় রাসেল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন গোলাম ফারুককে উদ্ধার করে খানপুরের ৩শ’ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহতের ভাই মাওলানা শফিকুল ইসলাম জানান, তার ভাইকে লুডু খেলার ঝগড়া নিয়ে রাসেল বুকে এলোপাতাড়ি কিল ঘুষি-লাথি মেরে হত্যা করেছে। গোলাম ফারুক দিনমজুর ও কৃষক। সে ২ ছেলে ১ মেয়ের জনক। আমরা ভাই হত্যার বিচার চাই। থানার ওসি আবুল কালাম জানান, আসামি রাসেলকে গ্রেফতারে বন্দরের বিভিন্ন স্থানে অভিযান চলছে। হত্যাকা-ের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
×