ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসিকে ফেরাতে মরিয়া পেরেজ

প্রকাশিত: ০৬:৪১, ৩১ জুলাই ২০১৬

মেসিকে ফেরাতে মরিয়া পেরেজ

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাব বার্সিলোনার জার্সিতে সম্ভাব্য সব শিরোপাই জয়ের স্বাদ পেয়েছেন তিনি। কিন্তু জাতীয় দলের জার্সিতে তার নেই বড় কোন অর্জন। কোপার শততম আসরের ফাইনালে সুযোগ এসেছিল আর্জেন্টিনার ২৩ বছরের শিরোপাখরা কাটানোর। কিন্তু আমেরিকার সেই আসরেও টাইব্রেকারে চিলির কাছে হেরে যায় লিওনেল মেসির আর্জেন্টিনা। টানা তিনটি ফাইনালের ব্যর্থতায় হতাশ-বিধ্বস্ত মেসি কোপার ফাইনাল শেষেই হঠাৎ করে জানিয়ে দেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি। সময়ের সবচেয়ে বড় তারকার এমন ঘোষণায় স্তম্ভিত হয়ে পড়ে গোটা ফুটবল বিশ্ব। স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে এতসব অর্জন অথচ জাতীয় দলের হয়ে নিজের ছায়া হয়ে থাকায় বিভিন্ন সময় সইতে হয়েছে সমর্থকদের তিরস্কার। প্রশ্ন উঠেছে দেশপ্রেম নিয়েও। অথচ অবসরের ঘোষণা দিতেই রাস্তায় নেমে আসে হাজারো আর্জেন্টাইন। সবার দাবি একটাই ‘ফিরে এসো মেসি।’ বিশ্বের লাখো কোটি ভক্ত ফেসবুক-টুইটারে মেসিকে মাঠে নামার আশকুতি জানায়। শুধুই সাধারণ জনগণ নয়। পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে বুয়েনাস এইরেসের মেয়র, এমনকি দেশটির প্রেসিডেন্ট পর্যন্ত তাকে ফিরে আসার অনুরোধ জানিয়েছিলেন। এতকিছুর পরও এ ব্যাপারে আর কোন কথাই বলেননি ২৯ বছর বয়সী লিওনেল মেসি। তবে মেসির পারিবারিক একটি সূত্র জানিয়েছে, যত চেষ্টাই করা হোক, মেসি তার সিদ্ধান্তে অটল আছেন। অবসর ভেঙ্গে আর আর্জেন্টিনা দলে ফেরা হচ্ছে না তার। এমন সময়ে মেসিকে বোঝাতে স্পেন যাচ্ছেন খোদ আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত প্রধান আরমান্ডো পেরেজ। তিনি বলেন, ‘মেসির বাবার সঙ্গে আমার কথা হয়েছে, আমরা আগামী সপ্তাহে সাক্ষাতের জন্য একমত হয়েছি।’ এ সময় পেরেজ আরও বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোতে মেসির অংশগ্রহণ করা।’
×