ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেইমারের প্রশংসায় মিকেল

প্রকাশিত: ০৬:৪১, ৩১ জুলাই ২০১৬

নেইমারের প্রশংসায় মিকেল

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের জাতীয় দলের অধিনায়ক নেইমার। বৃহস্পতিবার অলিম্পিকের জন্যও দলপতি হিসেবে মনোনীত করা হয় তাকে। আর নেইমারকেই যোগ্য বলে মন্তব্য করেছেন ব্রাজিলের অলিম্পিকের কোচ রোজারিও মিকেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নেইমার আমার প্রত্যাশার সীমানাকেও ছাড়িয়ে গেছে। প্রকৃতপক্ষেই সে প্রশংসার যোগ্য। অনেক বড় হৃদয়ের মানুষ সে, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের মধ্যে। সে ইতোমধ্যেই প্রদর্শন করেছে যে অসাধারণ মাপের ফুটবলারের চেয়েও অনেক বেশি সে...। অসাধারণ একজন মানুষ সে যাকে প্রত্যেকেই প্রশংসা করে। আমি নেইমারের ওপর নির্ভর করতে চাই। বিশ্বের কোন্ কোচ তার দলে নেইমারকে চাইবেন না?’ অনেকেই মানেন অদূর ভবিষ্যতে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানে রোনাল্ডোক ছাড়িয়ে যাবেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারের মধ্যে সেই সম্ভাবনা যারা দেখেন তাদের তালিকায় এবার যোগ হলো আরেকটি বড় নাম। তিনি হলেন রিভালদো, ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো এ ফরোয়ার্ডের বিশ্বাস, মেসি ও রোনাল্ডোকে ছাড়িয়ে যেতে খুব বেশি দেরি নেই তারই স্বদেশী নেইমারের। গত আট বছর ধরেই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ভাগাভাগি করে এসেছেন বার্সিলোনার মেসি ও তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের রোনাল্ডো। বার্সার আর্জেন্টাইন তারকা মেসি জিতেছেন পাঁচবার। বর্তমানেও সেরার মুকুটটি তার দখলে। রোনাল্ডো জিতেছেন তিনবার। বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার মেসি আর রোনাল্ডোর মাঝেও আলো ছড়াচ্ছেন নেইমার। ব্রাজিলের অধিনায়ক এখন আছেন দেশকে প্রথম অলিম্পিক ফুটবলের সোনা এনে দেয়ার মিশনে। মার্সেল কাপ শরীর গঠন প্রতিযোগিতার উদ্বোধন স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় শুক্রবার প্রতিযোগীদের দৈহিক ওজন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘মার্সেল কাপ শরীর গঠন প্রতিযোগিতার’ দ্বিতীয় আসর। এই প্রতিযোগিতা চলবে আজ পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার ডন, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও হেড অব মার্কেটিং মার্সেল নর্থের প্রধান মোশারফ হোসেন রাজীব, বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মূল পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। ছয়টি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ওজন শ্রেণীগুলো হল- ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। এবারের প্রতিযোগিতায় ৬০টি ক্লাব ও সংস্থা থেকে ২০০ জনের অধিক প্রতিযোগী অংশ নিয়েছেন।
×