ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যান ইউতে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ০৬:৪০, ৩১ জুলাই ২০১৬

ম্যান ইউতে অভিষেক নিয়ে উচ্ছ্বসিত ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার নিজ দেশে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক ঘটেছে সুইডেনের তারকা ফুটবলার জ¬াতান ইব্রাহিমোভিচের। নিজ দেশের ভক্তদের সামনে ইংলিশ প্রিমিয়ার লীগের দলটির হয়ে অভিষেক হওয়াতে দারুণ খুশি এ তারকা। সুইডেনের গোথেনবার্গে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে তুরস্কের দল গালাতাসারের বিরুদ্ধে নেমেছেন তিনি। ম্যান ইউয়ের অন্যতম সেরা ভক্ত সর্বকালের সবচেয়ে গতিধর স্প্রিন্টার উসাইন বোল্ট। জ্যামাইকান এ তারকা আগেও এ ক্লাবটির বিষয়ে নানা মন্তব্য করেছেন এবং নিজেও দলটির হয়ে খেলার আগ্রহ জানিয়েছেন। এবার তিনি ইব্রাহিমোভিচের জন্য একটি অডিও বার্তা রেকর্ড করে পাঠিয়েছেন। সেখানে রেড ডেভিলদের গ্রীষ্মকালীন ট্রান্সফার নিয়ে মন্তব্য করার পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন ইব্রাহিমোভিচ প্রচুর গোল করবেন আসন্ন মৌসুমে। ম্যান ইউয়ের অকুণ্ঠ সমর্থক বোল্ট সবসময়ই ক্লাবটির ভালমন্দ নিয়ে নানাবিধ মন্তব্য করেন। মূলত ভক্তি থেকেই সমর্থক হিসেবে তিনি সেটা করেন। এবার তিনি অডিও টেপে বলেছেন, ‘এই জ¬াতান, আমি উসাইন বোল্ট শুধু আপনাকে অভ্যর্থনা জানাতে চাই যে এতদিনে বিশ্বের অন্যতম সেরা কোন দলে এসেছেন। আমি শুধু দেখতে চাই গোল, আমি অবশ্যই আপনার দিকে তাকিয়ে থাকব।’ ইব্রাহিমোভিচ এবার ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে ম্যানইউতে যোগ দেন। চলতি বছরের ইউরো ফুটবল শেষ করার পর কিছুদিন বিশ্রাম নিয়েছেন। এরপর ওল্ড ট্র্যাফোর্ডে এসে যোগ দিয়েছেন নতুন ক্লাবে। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের কয়েকটি খেলবেন তিনি। আর ৭ আগস্ট এফএ কমিউনিটি শিল্ডে লিচেস্টার সিটির বিরুদ্ধে ওয়েম্বলিতে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন তিনি রেড ডেভিলদের হয়ে। তবে ইতোমধ্যেই তার অভিষেক ঘটেছে ক্লাবটির পক্ষে। ম্যানইউতে আসার আগে জ¬াতান জানিয়েছিলেন ক্যারিয়ারের ইতি টানার আগ পর্যন্ত তিনি এখানেই থাকবেন। ইতালি, স্পেন, ফ্রান্স ও হল্যান্ডে বিভিন্ন ক্লাবের হয়ে শিরোপা জয়ের পর এবার ইংল্যান্ড জয়ের জন্য মুখিয়ে আছেন তিনি। এ বিষয়ে জ¬াতান বলেন, ‘সবাই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। আমি নিজেও উন্মুখ হয়ে ছিলাম ম্যানইউয়ের হয়ে খেলতে নামার জন্য। এটা নিয়ে অনেক কথা হচ্ছিল চারিদিকে। শেষ পর্যন্ত আমার দেশের মাটিতেই অভিষেক হওয়াতে আমি দারুণ অনুভব করছি। আমার মনে হয় দেশে আমার ভক্তরা শুধু আমার জন্যই নয় বরং দলের সাফল্য দেখার জন্যও অপেক্ষা করছিল। আশা ছিল তাদের একটি সুন্দর খেলা উপহার দেয়ার। আমাদের এখন খেলার দিকে সম্পূর্ণ মনোযোগী হতে হবে এবং বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি প্রস্তুতির মধ্যেই নিজেদের শারীরিক সামর্থ্যরে উন্নতি ঘটাতে হবে।’ ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচ ইতোমধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। এবার ইউরো ফুটবলে সুইডেন হতাশাজনক নৈপুণ্য দেখানোর পরই তিনি সরে দাঁড়ান। জ¬াতান জানান, তিনি কোচ জোশে মরিনহোর অধীনে অনুশীলন করে সন্তুষ্ট। তিনি বলেন, ‘সবাইকে খুব ভাল মানুষ মনে হচ্ছে। তারা সবাই ভালমানের ফুটবলার, সবাই অনেক পরিশ্রম করে এবং সবার লক্ষ্যটা স্থির। কোচ মরিনহো যা চান সেটা সরাসরিই বলেন এবং খেলোয়াড়রা সেটার সঙ্গে মানিয়ে নিচ্ছে। আমি বলব যে সবকিছুই ইতিবাচকভাবে এগিয়ে চলেছে।’ পিএসজির হয়ে জ¬াতান ১৮০ ম্যাচ খেলে ১৫৬ গোল করেছেন। দাবি করেছেন বয়সটাকে কোনভাবেই তোয়াক্কা করেন না এবং সে কারণেই অনুশীলনে এখন পর্যন্ত কঠোর শ্রম দিতে পারেন।
×