ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতির ॥ টুররো খবর

প্রকাশিত: ০৬:২৭, ৩১ জুলাই ২০১৬

বিশ্ব অর্থনীতির ॥ টুররো খবর

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) আওতাধীন পাটকলগুলোর মধ্যে প্রাথমিকভাবে ৩টি পাটকলের আধুনিকায়নে চীনের সরকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে সরকার। চীন সরকারের মালিকানাধীন চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন ফর ফরেন ইকোনমিক এ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের (সিটিইএক্সআইসি) সঙ্গে এ চুক্তি করেছে বিজেএমসি। সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিজেএমসির আওতাধীন মোট ২৬টি পাটকলের মধ্যে পর্যায়ক্রমে ২৪টি পাটকলের আধুনিকায়ন করবে সরকার। এর মধ্যে প্রাথমিকভাবে তিনটি পাটকলের আধুনিকায়নে চুক্তি সই হলো। বাকি ২টি পাটকলে পাটপণ্য উৎপাদন না হওয়ায় সেগুলো এর আওতায় রাখা হয়নি। বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ এবং সিটিইএক্সআইসির ভাইস প্রেসিডেন্ট ফ্যাং উই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও পাট মন্ত্রণালয়ের সচিব কাদের সরকার। মির্জা আজম জানান, এ চুক্তির মাধ্যমে মিলগুলো আগামী দুই বছরের মধ্যে উৎপাদনে সক্ষম হবে। তিনটি মিলের আধুনিকায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪০ মিলিয়ন ডলার। জিটুজির আওতায় মিলগুলোর আধুনিকায়ন করা হবে। তিনটি পাটকলে ৫৩ দশমিক ৩৫ একর জমিতে বছরে ২ লাখ ৭৫ হাজার ৫শ’ টন পাটপণ্য উৎপাদন সম্ভব হবে। বিপিও সামিট ॥ শিক্ষার্থীদের চাকরির সুযোগ দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী শুরু হয়েছে বিপিও সামিট বাংলাদেশ-২০১৬। এতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে কলসেন্টারসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাবে ৩০০ শিক্ষার্থী। যাদের অনস্পট চাকরির নিয়োগপত্র দেয়া হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আয়োজক সূত্রে জানা যায়, দ্বিতীয় বিপিও সামিটে অনস্পট ৩০০ জন শিক্ষার্থীকে চাকরির নিয়োগপত্র দেয়া হবে। এবার দেশব্যাপী ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিপিও সামিটের ক্যাম্পেইন চলেছে। পাশাপাশি ১২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্যাম্পেইন হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন চলাকালীন বিক্রয় ডটকমের সহায়তায় জব সার্কুলার দেয়া হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার সিভি এসেছে। প্রথমবার সম্মেলন উপলক্ষে দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ে এ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে ৭ হাজারেরও বেশি সিভি নেয়া হয়। সেখান থেকেই বাছাই করে বিপিও সম্মেলনে সরাসরি ইন্টারভিউ নেয়া হয় এবং অনস্পট শিক্ষার্থীদের চাকরির নিয়োগপত্র দেয়া হয়। তথ্যপ্রযুক্তি বিভাগ, তথ্যপ্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব কলসেন্টার এ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এ সম্মেলনের আয়োজন করে। বিসিকের প্লট পাবেন শিল্পে আগ্রহীরা বিভিন্ন জেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্লটগুলো শিল্পে আগ্রহীদের বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আমু বলেন, বিভিন্ন জেলায় প্লট বরাদ্দ নিয়েও যেসব উদ্যোক্তা তা ব্যবহার করছেন না, তাদের প্লট বরাদ্দ বাতিল করে শিল্পে আগ্রহীদের নামে প্লট বরাদ্দ দেয়া হবে। এ বিষয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। শিল্পমন্ত্রী বলেন, কিছু কিছু জায়গায় অব্যবহৃত মিল-কারখানার ব্যাপারে আলোচনা হয়েছে। এসব মিল-কারখানা নিয়ে বিভিন্ন নতুন প্রজেক্ট দাঁড় করানোর বিষয়ে আলোচনা হচ্ছে। সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য ডিসিদের নির্দেশনা দিয়েছি। ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা বর্তমান পরিস্থিতিতে জেলা পর্যায়ে ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জেলা প্রশাসকরা। সচিবালয়ে মন্ত্রিসভার কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে ডিসিরা এ শঙ্কার কথা বলেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতিতে জেলা পর্যায়ে ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিয়ে ভয়ভীতি আছে। কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় তা আলোচনা হয়েছে। আমি তাদের আশ্বস্ত করেছি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় যদি কোন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে দ্রুত অর্থায়ন করা হবে। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কৃষি ব্যাংক এনজিও এর মাধ্যমে যে কৃষি ঋণ দেয় তার কাস্ট অফ ফান্ড বেড়ে যায়। তাই তারা সরাসরি ব্যাংকের মাধ্যমে কৃষিঋণ দেয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন।’ মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এই কার্য অধিবেশনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। অর্থনীতি ডেস্ক
×