ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:২২, ৩১ জুলাই ২০১৬

৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠান। এগুলো হলো : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, লিন্ডে বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, রেকিট বেনকিজার এবং অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ॥ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টকসহ মোট ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। লিন্ডে বাংলাদেশ ॥ লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ আগস্ট। ম্যারিকো বাংলাদেশ ॥ ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট। রেকিট বেনকিজার ॥ রেকিট বেনকিজার লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড ॥ অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ইউনিট হোল্ডারদের ২০০ শতাংশ নগদ ঘোষণা করেছে। লভ্যাংশ দিল না সানলাইফ অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পষর্দ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ আগস্ট এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।
×