ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুুঁজিবাজারে লেনদেন কমেছে ১৮ শতাংশ

প্রকাশিত: ০৬:২১, ৩১ জুলাই ২০১৬

পুুঁজিবাজারে লেনদেন কমেছে ১৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের মূল্যসূচক। এই সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৮ শতাংশ। আর প্রধান সূচক কমেছে দশমিক ৩৪ শতাংশ। তবে সূচক কমলেও সপ্তাহটিতে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর লেনদেন ও দর বেড়েছে। বিশেষ করে চিনি শিল্প খাতের তিনটি কোম্পানির দর অস্বাভাবিকভাবে বেড়েছে। এছাড়া প্রকৌশল খাতের কোম্পানিগুলোর চাহিদা বেশি ছিল। এর বাইরে স্বল্প মূলধনী বেশ কিছু কোম্পানির দরও সপ্তাহটিতে ছিল বাড়ার দিকে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৪৩০ কোটি ৮২ লাখ টাকার। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৬৩ কোটি ১১ লাখ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৯৩ কোটি ৯৩ লাখ টাকার। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ২৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৬৪ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৪৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৬৪ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৩৪ শতাংশ বা ১৫ দশমিক ৫২ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৪৪ শতাংশ বা ৭ দশমিক ৭৮ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ২৮ শতাংশ বা ৩ দশমিক ০৭ পয়েন্টে। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গ্রামীণফোন, বিএসআরএম লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রেনউইক যজ্ঞেশ্বর, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, মুন্নু স্টাফলারস, ৮ম আইসিবি, হাক্কানী পাল্প, ন্যাশনাল টিউবস, এইচ আর টেক্সটাইল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও সিনো বাংলা। দর হারানোর সেরা কোম্পানিগুলো : বিডি থাই, প্রগতি লাইফ, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মডার্ন ডাইং, বিএফআইসি, আইএসএন, জেমিনি সী ফুড, ফারইস্ট ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনাইটেড এয়ার ও ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির। আর দর কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৪০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক কমেছে দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টি কোম্পানির। আর দর কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
×