ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চূড়ান্ত লড়াইয়ে হিলারি

প্রকাশিত: ০৬:১৯, ৩১ জুলাই ২০১৬

চূড়ান্ত লড়াইয়ে হিলারি

প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট ভোট জয় করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন হিলারি ক্লিনটন। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রধান কোন রাজনৈতিক দলের প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র যুক্তরাষ্ট্রে একজন নারী হিসেবে হিলারিকে এই পর্যন্ত আসতে ২২৭ বছর অপেক্ষা করতে হলো। ১৭৮৯ সালে নতুন স্বাধীন রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন। তারপর থেকে এ পর্যন্ত দেশটি ৪৪ জন প্রেসিডেন্ট পেয়েছে, তাদের সবাই পুরুষ। এই ৪৪ জনের মধ্যে ৪৩ জনই ছিলেন শ্বেতাঙ্গ। একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। জানা গেছে, ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার জন্য প্রয়োজনীয় দুই হাজার ৩৮৩টি ডেলিগেট ভোট জিতে নিয়েছেন হিলারি। এখন চূড়ান্ত লড়াইয়ে হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। হিলারি নির্বাচনে যদি ট্রাম্পকে হারাতে পারেন তবে তিনিই হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট। উল্লেখ্য, আগামী নবেম্বর মাসে এই নির্বাচন হতে যাচ্ছে। হিলারির মনোনয়ন লাভ সহজ ছিল না। প্রগতিশীল ব্যক্তিত্ব হিসেবে খ্যাত সিনেটর বার্নি স্যান্ডার্স এই লড়াইয়ে হিলারিকে ব্যাপক ধকলের মুখে পড়তে বাধ্য করেন। তবে স্যান্ডার্স মনোনয়ন লড়াইয়ে জিততে না পারলেও তিনি ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে একটি ধারার সৃষ্টি করেছেন। স্যান্ডার্সের প্রভাবে হিলারি জনকল্যাণ সংশ্লিষ্ট নানা ইস্যুতে কোন কোন ক্ষেত্রে পরিবর্তনও আনতে বাধ্য হন। মনোনয়নের দৌড়ে ছিটকে পড়লেও হিলারির পক্ষে কাজ করবেন স্যান্ডার্স এই অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন। এটা হিলারির জন্য শুভ বার্তা। অন্যদিকে মুসলিমবিদ্বেষ, অভিবাসী বিতাড়নসহ নানা ইস্যু ব্যবহার করে ট্রাম্প তার দলীয় প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন লড়াই থেকে বলতে গেলে ছিটকে দিয়েছেন। নির্বাচকম-লীর সংখ্যাগরিষ্ঠের ভোট পাবার কারণে শীর্ষস্থানীয় অনেক রিপাবলিকান নেতার বিরোধিতায় তার মনোনয়ন পরিবর্তন হয়নি। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নতুন কয়েকটি ঘটনা ট্রাম্প শিবিরকে চাঙ্গা করলেও হিলারি নতুন করে সঙ্কটে পড়েছেন। উইকিলিকসে হিলারির তথ্য ফাঁসের কারণে ডেমোক্র্যাটরা পড়েছে দারুণ বিপাকে। নির্বাচনপূর্ব সামনের দিনগুলোতে এই ধকল তিনি কিভাবে সামলাবেন তাই এখন দেখার বিষয়। শুক্রবার হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন লাভের পর ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারে দেয়া বক্তৃতায় হিলারি বলেছেন, তিনি বিনয় ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে এ মনোনয়ন গ্রহণ করছেন। তিনি মার্কিন অর্থনীতির উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি ডেমোক্র্যাট দলকে আরও চার বছর ক্ষমতায় রাখার জন্য মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানান। তবে সম্প্রতি হিলারির দুশ্চিন্তা বাড়িয়েছে অন্য একটি কারণ। সিএনএন পরিচালিত সর্বশেষ জরিপে এই প্রথমবারের মতো হিলারিকে ৩৯ শতাংশ এবং ট্রাম্পকে ৪৪ শতাংশ জনপ্রিয় হিসেবে দেখানো হয়েছে। জরিপ বলছে দলীয় মনোনয়ন পাবার পর ট্রাম্পের জনপ্রিয়তা ছয় শতাংশ বেড়েছে। বলা চলে ট্রাম্পের এখন সুসময়। এখন দেখার বিষয় নবেম্বরে নির্বাচনের সময় পর্যন্ত হিলারি এসব মোকাবেলা করে কতটা চিন্তামুক্ত হন।
×