ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার স্বপ্ন এ দেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে ॥ মতিয়া

প্রকাশিত: ০৬:০৫, ৩১ জুলাই ২০১৬

শেখ হাসিনার স্বপ্ন  এ দেশ পৃথিবীতে মাথা উঁচু করে  দাঁড়াবে ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩০ জুলাই ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিদ্যা বড় ধন। খাতা-কলম দিয়ে শেখ হাসিনা শুরু করেছেন। এখন বই-খাতা থেকে শুরু করে বৃত্তি-উপবৃত্তি তো আছেই। তিনি সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন। যেন এই দেশ জ্ঞানে, গরিমায়, গৌরবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর এটাই শেখ হাসিনার স্বপ্ন। কৃষিমন্ত্রী শনিবার নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার খারজান উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোয় ভুবন ভরা’ প্রকল্পের আওতায় ‘টপ টেন’ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সৌর হারিকেন বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ১০ টাকার কার্ড দিয়ে ব্যাংকে এ্যাকাউন্ট খুলতে পারেন বলেই কৃষককে এখন আর মহাজনের কাছে যেতে হয় না। কারণ ব্যাংক থেকে তিনি সহজেই কৃষিঋণ পাচ্ছেন। তাইতো আজ গ্রামেগঞ্জে এখন আর মহাজন শব্দটা শোনা যায় না। এখন আমরা নিম্নœ-মধ্যবিত্ত। ২০২১ সালে মধ্যবিত্ত এবং আর ৪১ সালে আমরা ধনী দেশ, স্বচ্ছল দেশ হব। মতিয়া চৌধুরী বলেন, নিরস্ত্র মানুষ হত্যা করে কখনও ইসলাম কায়েম করা যায় না। দেশ যখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে তখন একদল অন্ধকারের জীব আমাদের দেশে এসে শান্তি নষ্ট করে ইসলামের নামে বোমা মারছে, গ্রেনেড মারছে, তারাবির নামাজের সময় মানুষ হত্যা করছে। আমরা এ অন্ধকারের জীবকে আলো দিয়ে দূর করব, মনের আলো, জ্ঞানের আলো এবং আল্লাহর দেয়া আলো দিয়েÑ এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। এদিন তিনি নকলা উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীতে পড়ুয়া ‘টপ টেন’ (রোল নাম্বার ১ থেকে ১০ এর মধ্যে) মোট ৮ হাজার ১৫০ জন শিক্ষার্র্থীর মাঝে সোলার হারিকেন বিতরণ করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামালসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
×