ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনন্য নজির...

প্রকাশিত: ০৫:৫১, ৩১ জুলাই ২০১৬

অনন্য নজির...

ভারতের মহারাষ্ট্রে আরতি (৩৮) নামের এক হিন্দু নারীকে কিডনি দান করেছেন এক মুসলিম নারী। দেশটিতে সম্প্রতি গরু খাওয়া নিয়ে মুসলমানদের ওপর নির্যাতনের মধ্যে উত্তর প্রদেশের শামসাদ বেগমের (৪০) এই কিডনি দান সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, শামসাদ বেগম কিডনি দানের ইচ্ছাপত্রসহ যাবতীয় কাগজপত্র ফতেহপুর স্বাস্থ্য বিভাগে জমা দিয়েছেন। এখন সরকারের অঙ্গদান অনুমোদন কমিটির অনুমতি দিলে পরবর্তী কার্যক্রম চালাবেন চিকিৎসকরা। শামসাদের ছোট বোনের বান্ধবী আরতির দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় এক বছর ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার ডায়লাইসিসি চলছে, যা দেখে নিজের কিডনি দিয়ে বোনের বান্ধবীকে বাঁচানোর সিদ্ধান্ত নেন তিনি। শামসাদ বলেন, আরতির শারীরিক কষ্ট দেখে আমি আর থাকতে পারিনি। রক্তের পরীক্ষা করিয়ে দেখি আমার আর তার একই রক্তের গ্রুপ। এখন আমি কিডনি দেয়ার জন্য পুরোপুরি তৈরি। ধর্ম দিয়ে নয়, মানুষকে মানুষ হিসেবে দেখতে চেয়েছি; তাই একজন মানুষের জন্য আমার এই ত্যাগ। ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর ফতেহপুরের রাঢ়িবুজুর্গ এলাকায় বাবার বাড়িতে বসবাস শামসাদের। তার ছোট বোন থাকেন মহারাষ্ট্রের পুনেতে, সেখানে গিয়ে আরতিকে দেখেন শামসাদ। -টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
×