ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিকেএমইএ কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২০, ৩১ জুলাই ২০১৬

বিকেএমইএ কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘১৯৯৬ সালে যখন বিকেএমইএ’র যাত্রা শুরু হয়, তখন আমি শিল্প ও বাণিজ্যমন্ত্রীর পদে ছিলাম। তখন রফতানি হতো ৩০০ মিলিয়ন ডলার। আর বর্তমানে বিকেএমইএ’র রফতানি হচ্ছে ১৪ বিলিয়ন ডলার। বর্তমানে বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাতে ২৮.২ বিলিয়ন ডলার রফতানি হচ্ছে, যা বিশ্বের দ্বিতীয়। আমাদের পরে রয়েছে ভিয়েতনাম, ভারত ও পাকিস্তান’। তিনি বলেন, আমাদের রফতানি আয়ের ৮২ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে তার সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ। আগে বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলা হতো। আর এখন বাংলাদেশের উত্থানকে বিস্ময়কর বলা হচ্ছে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ১০ তলাবিশিষ্ট অত্যাধুনিক বিকেএমইএ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মৃত ৮০ জন শ্রমিকের পরিবারের মাঝে গ্রুপ বিমার ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন বাণিজ্যমন্ত্রী। এর আগে সকালে তিনি ফতুল্লার চাঁদমারীতে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্মিত নিজস্ব ৭ তলা ভবনের উদ্বোধন করেন। পরে চেম্বার ভবনে অর্থ মন্ত্রণালয় ও এডিবির অর্থায়নে ও উদ্যোগে বাস্তবায়িত এবং বিকেএমইএ পরিচালিত এসইআইপি ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন। বিকেলে তিনি নির্মাণাধীন সামছুজ্জোহা স্টেডিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে সমাবেশে মিলিত হন। তোফায়েল বলেন, যারা ২০১৩ সালে জঙ্গী তৎপরতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করেছিল, ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছিল, ২০১৫ সালে ৯৩ দিন আগুন সন্ত্রাস চালিয়ে আমাদের অগ্রযাত্রাকে রুখতে চেয়েছিল- তারাই আজকে জঙ্গীবাদ ঘটাচ্ছে। আমি মনে করি, কোনদিন সন্ত্রাস-জঙ্গীবাদী তৎপরতা সফল হবে না। বিকেএমইএর সভাপতি এমপি সেলিম ওসমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং জেলার ৭৪টি শ্রমিক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক কাউসার আহম্মেদ পলাশ। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী এমপি হোসনে আরা বেগম বাবলী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতউল্লাহ আল মামুন প্রমুখ।
×