ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জঙ্গী প্রতিরোধের প্রত্যয়

প্রকাশিত: ০৪:১৬, ৩১ জুলাই ২০১৬

জঙ্গী প্রতিরোধের প্রত্যয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাস প্রতিরোধ ও জঙ্গী প্রতিরোধে বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিক্ষোভ মিছিল হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর: রাজশাহী ॥ মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। ফ্রন্টের রাজশাহী জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। অধ্যক্ষ রাজকুমার সরকার, জুলফিকার আহম্মেদ, সাইদুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য দেন। বরিশাল ॥ শনিবার বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধাদের ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বাটাজোর ইউনিয়ন কমান্ডের যৌথ উদ্যোগে মানববন্ধন চলাকালীন সমাবেশ সভাপতিত্ব করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার। বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার, আলী আকবর মোল্লা, খান সামসুল হক, আঃ রহিম সরদার, সোহরাব হোসেন, ফজলুল হক মৃধা, ইদ্রিস আলী, বারেক ফকির, আক্কেল আলী বেপারী, মোতাহার হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক উৎপল চক্রবর্তী প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল বের হয়। সিলেট ॥ বিভিন্ন সংগঠন ও শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে র‌্যালি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সমাবেশে অংশ নেয়। শনিবার বেলা ১১টায় নগরীর রিকাবিবাজার মোহাম্মাদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা যে কোন মূল্যে জঙ্গীবাদ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মুর্শেদ চৌধুরী, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, দক্ষিণ সুরমা উপজলা চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ। বাগেরহাট ॥ প্রেসক্লাবের সামনে শনিবার শিক্ষক সমিতির উদ্যোগে বিশাল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীতে শিক্ষক নেতারা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য দেনÑ শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ অজয় চক্রবর্তী, আব্দুল হাসনাত, স্বপন কীর্তনিয়া, হরিচাঁদ বিশ^াস, তানজিদ হোসেন, জেবা আইরিন প্রমুখ। নেত্রকোনা ॥ শনিবার মদন উপজেলা সদরে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেনÑ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, সাংগঠনিক সম্পাদক সমীর কুমার দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সুরজিত বৈশ্য প্রমুখ। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা স্থানীয় উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেন। বক্তব্য রাখেনÑ সংগঠনের সভাপতি আয়শা আক্তার, শিক্ষক আবু হান্নান তালুকদার, আক্কাছ উদ্দিন, সাদেকুর রহমান খান ও খায়রুল আলম প্রমুখ। ঠাকুরগাঁও ॥ শনিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ একে একে চলে জেলার রাণীশংকৈল, হরিপুর, পীরগঞ্জ উপজেলাতেও। স্বদেশ ভাবনায় গড়ে তুলি মানবিক বাংলাদেশÑ এ চেতনাকে উদ্বুদ্ধ করে পরিবেশন করা হয় জাগরণের গান ও কবিতা। গান কবিতার এ ভিন্নধর্মী সমাবেশে সাংস্কৃতিক কর্মী, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। কেবল আইন প্রয়োগ করে জঙ্গীবাদ নির্মূল করা সম্ভব নয়। বিভ্রান্ত তরুণদের সুপথে ফিরিয়ে আনতে সারাদেশে সর্বত্র সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করতে হবে বলে মনে করে সংস্কৃতি কর্মীরা। মানিকগঞ্জ ॥ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের প্রায় ৩০টি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও জেলা পুলিশের কর্মকর্তারা এ কর্মসূচীতে অংশ নেয়। দুপুরে আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’র জেলা শাখা সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাশিনাথ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী, মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আযিযী, এসকে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা জাহান, সংগঠনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, লক্ষ্মী চ্যাটার্জি, আরশেদ আলী বিশ্বাস। সমাবেশ শেষে শহীদ রফিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নওগাঁ ॥ শনিবার নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘোষনগর ইউনিয়ন কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। সমাবেশে বক্তব্য রাখেন- পত্নীতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, সহকারী কমিশনার (ভূমি) আকন্দ ফয়সাল আহম্মেদ, উপজেলা আওয়ী লীগের সভাপতি ইসাহাক হোসেন, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার ঘোষ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন, আবুল কালাম আজাদ, আমাইড় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, গগনপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহতাব উদ্দীন, গগনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী প্রমুখ। ঝালকাঠি ॥ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় মানববন্ধনে শিক্ষক, ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি তোফাজ্জাল হোসেন, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সদর উপজেলা সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদার, প্রধান শিক্ষক রিপন কুমার হালদার ও মিজানুর রহমান বক্তব্য রাখেন। এদিকে পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদকবিরোধী মতবিনিময় সভা হয়। রংপুর ॥ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর শাখা। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর প্রেসক্লাব ভবনের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি এ কর্মসূচীর আয়োজন করে। সমিতির সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেনÑ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিয়ার রহমান প্রামাণিক, আবুল মুযন আজাদ, অধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সভাপতি অধ্যক্ষ ওয়াহেদ মিয়া, সাধারণ সম্পাদক রওশনুল কাউছারসহ শিক্ষক নেতারা। শরীয়তপুর ॥ শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষকরা। ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ সমিতির সাধারণ সম্পাদক মহিবুল সাজ্জাত রোমান শিকদার, শিক্ষক নেতা আব্দুর রব মিয়া প্রমুখ। এছাড়া বোয়ালমারী, মির্জাপুর, পার্বতীপুর, আমতলী, দাউদকান্দি, কলাপাড়া, রূপগঞ্জ, পীরগঞ্জ ও ইবিতে জঙ্গীবিরোধী সমাবেশ হয়। সাতক্ষীরা ॥ শনিবার সকাল ১১টায় শহরের শহীদ স.ম আলাউদ্দিন চত্বরে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তারা যে কোন মূল্যে তাদের প্রতিহত করার ঘোষণা দেন। জঙ্গী ও সন্ত্রাস বিরোধী নাগরিক জোটের সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. ওসমান গণি, আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, স্বপন কুমার শীল, কাজী সাঈদুর রহমান, এ্যাড, ফাহিমুল হক কিসলু, এ্যাড. আজাদ হোসেন প্রমুখ। এর আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আলাউদ্দিন চত্বরে এসে শেষ হয়।
×