ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে পাউবো খাল দখল করে স্থাপনা

প্রকাশিত: ০৪:১৩, ৩১ জুলাই ২০১৬

রূপগঞ্জে পাউবো খাল দখল করে স্থাপনা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩০ জুলাই ॥ দাউদপুর ইউনিয়নের রূপগঞ্জ-কালীগঞ্জ সেচ প্রকল্পের (পাউবো) খাল দখলে নিয়েছে স্থানীয় ইউপি সদস্যসহ প্রভাবশালীরা। সেচ প্রকল্পের কর্মকর্তারা একাধিকবার নোটিস করেও উচ্ছেদ করতে পারেনি প্রভাবশালীদের। অভিযোগ রয়েছে, পাউবোর কর্মকর্তাদের মাসোয়ারা দিয়ে দখলে নিয়েছে খালটি। জানা গেছে, সেচ প্রকল্পের খাল দখল করে রকলিঙ্গা, খৈসাইর, আসলিপাড়া খাস দাউদপুর ঘাট, বেলদী বাজার এলাকায় খালের ওপর টিনশেড, পাকা ও কাঁচা ঘর নিমার্ণ করে দখলে নিয়েছে ইউপি সদস্যসহ স্থানীয় প্রভাবশালীরা। খালের বেশিরভাগ অংশ দখলের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে সেচকাজ ব্যাহত হওয়ায় ফসল আবাদে বিপাকে পড়তে হয় স্থানীয় কৃষকদের। অভিযোগ রয়েছে, দাউদপুর ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলামসহ আসলিপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন, কালা নজরুল, খোকন মিয়া, মমতাজ উদ্দিন, শহিদুল্লাহ, শাহাজুদ্দিন, খাস কামালকাঠি এলাকার জামাল হোসেন, দেলোয়ার হোসেন, খৈসার এলাকার সাত্তার মিয়া, গোলজার হোসেনসহ অন্তত ৫০ জন খালের ওপর অবৈধভাবে পাকা, আধা পাকা ও কাঁচা স্থাপনা নির্মাণ করেছে। অবৈধ দখলদারদের সঙ্গে কথা বলে জানা যায়, অবৈধ দখল হিসেবে স্থাপনাপ্রতি ঘুষ হিসেবে প্রভাবশালীরা সেচ প্রকল্পের (পাউবো) ঠিকাদার কালীগঞ্জের জাকির হোসেনকে মাসে ৩০০ টাকা প্রদান করত। ইদানীং জাকির হোসেনকে প্রদান না করে স্থানীয় ক্ষমতাসীনদলের নেতাদের ২০০ টাকা করে প্রদান করা হচ্ছে। হামলার প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর লবণচরা এলাকায় ব্যবসায়ী গফ্ফার ও আওয়ামী লীগ কর্মী মোস্তফার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মী ও ব্যবসায়ীদের উদ্যোগে রূপসা স্ট্র্যান্ড রোডের লবণচরা বান্দা বাজার এলাকায় এই অবরোধ কর্মসূচী পালিত হয়। এ সময় রাস্তার দুই দিকে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়। স্থানীয়রা জানায়, নগরীর লবণচরার ইসলাম পাড়া এলাকার রায়হান, তার সহযোগী রাব্বি ও মিঠুসহ কতিপয় সন্ত্রাসী শুক্রবার রাতে ও শনিবার সকালে ব্যবসায়ী গফ্ফার ও আওয়ামী লীগ কর্মী মোস্তফাকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। গুরুতর আহত গফ্ফারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×