ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে চর খিদিরপুর

পদ্মার চরে তীব্র ভাঙ্গন

প্রকাশিত: ০৪:১২, ৩১ জুলাই ২০১৬

পদ্মার চরে তীব্র ভাঙ্গন

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ভাঙতে শুরু করেছে চরাঞ্চলের জনপদ। পদ্মার ওপারে পবার চর খিদিরপুর ও খানপুর এলাকায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ক্রমেই নদীগর্ভে বিলীন হচ্ছে আবাদি জমি, ঘরবাড়ি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। ভাঙন অব্যাহত থাকলে এবার মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে চর খিদিরপুর ও চর খানপুর এলাকা। হারিয়ে যেতে পারে বাংলাদেশের ভূখ-। স্থানীয় হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম জানান, রাজশাহী নগরী ঘেঁসা পদ্মার ওপারে তিন দিকে ভারতীয় সীমানা বেষ্টিত চর খিদিরপুর, তারানগর ও খানপুর। বছর দুয়েক আগেও ওই এলাকার আয়তন ছিল ১ হাজার ৯৪২ হেক্টর। তবে নদীভাঙ্গনে এরই মধ্যে বিলিন হয়েছে তারানগর ও খানপুর। আর চর খিদিরপুর ছোট হতে হতে গত বছর ঠেকেছে ১৮৭ হেক্টরে। এবারও ব্যাপক ভাঙ্গনের মুখে পড়েছে ওই অঞ্চল। মফিদুল ইসলাম আরও বলেন, ভাঙ্গনকবলিত চর খিদিরপুরে শ’দেড়েক পরিবারের বাস। ভাঙ্গনের মুখে তারা বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন। স্থানীয়রা জানান, গ্রামের পূর্ব-পশ্চিম দুই মাথা ভেঙ্গে ভারতের সীমানার সঙ্গে মিশে গেছে। এখন কোনটি ভারতের জলসীমা আর কোনটি বাংলাদেশের- জেলেরা তা ঠিক করতে পারছেন না। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বি বলেন, ছোট হলেও ভূখ-টির গুরুত্ব রয়েছে। গত ২৫ জুলাই জেলা উন্নয়ন-সমন্বয় কমিটির সভায় এটি রক্ষায় ব্যবস্থা নেয়ার প্রস্তাব করা হয়েছিলো। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে তা রক্ষায় কোন বরাদ্দ পাওয়া যায়নি। রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী মুখলেছুর রহমান জানান, ওই ভূখ- রক্ষায় প্রায় ১৭৪ কোটি টাকার তারা একটি প্রকল্প তৈরি করেছেন। তাদের প্রস্তাব পেয়ে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির সদস্যরা প্রকল্প এলাকা পরিদর্শনও করেছেন। স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন ওই এলাকায় ভাঙ্গন রোধে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান।
×