ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুভজনের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৩:৫৯, ৩১ জুলাই ২০১৬

 শুভজনের সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘শুভজন’ এর আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর সেগুনবাগিচার প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে ‘বাদল দিনের প্রথম কদমফুল’ শিরোনামে বর্ষার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘দূর হয়ে যাক সকল অশুভ প্রত্যয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে শুভজনের শুদ্ধধারার সাংস্কৃতিক আন্দোলন’ শীর্ষক আহ্বানে শুভজন উপদেষ্টা বিশিষ্ট কথাশিল্পী মঈনুদ্দিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দৈনিক মানবকণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক কবি জাকারিয়া চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি ও শুভজনের প্রতিষ্ঠাতা সদস্য গীতিকবি এম আর মনজু, বিশিষ্ট সমাজ সেবক ও মিডিয়া ব্যক্তিত্ব নাজমুল হুদা এবং দৈনিক নতুন সময়ের এমডি সুমন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দেশে চলমান জঙ্গীবাদী সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে সবাইকে শুদ্ধধারার সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং অনুষ্ঠানের শিল্পী ও শুভজনদের নিয়ে জঙ্গীবাদ নির্মূলের শপথ নেন। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভজনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক তরুণ রাসেলের নির্দেশনা ও পরিচালনায় বর্ষার কবিতা ও গান নিয়ে সাজানো অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী তামান্না জেসমিন, সালাউদ্দিন মাহমুদ ও রুবেল রানা এবং তরুণ রাসেল নিজে। সঙ্গীত পরিবেশন করেন শুভজনের সদস্য সঙ্গীতশিল্পী মল্লিকা, বিডি হৃদয়, নিঝুম মতিন, সামিত চৌধুরী, জাহিদ হোসেন, শায়লা রহমান, টুকটুক, সন্ধিতি প্রমুখ।
×