ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ ‘ইত্যাদি’

প্রকাশিত: ০৩:৫৯, ৩১ জুলাই ২০১৬

আজ ‘ইত্যাদি’

সংস্কৃতি ডেস্ক ॥ ময়মনসিংহের ঐতিহাসিক শশীলজের সামনে ২০১২ সালের জুন মাসে ধারণ করা ‘ইত্যাদি’র পর্বটি আজ রবিবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর বিটিভিতে প্রচার হবে। ময়মনসিংহের প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন শশীলজে কয়েক হাজার দর্শক নিয়ে অনুষ্ঠানটি ধারণ করা হয়। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে কিছু সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। আর এসব প্রতিবেদন ধারণ করতে ‘ইত্যাদি’র টিম বরাবরের মতো ছুটে বেরিয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। রয়েছে পরিবেশ দূষণ ও ট্রেনযাত্রীদের নিরাপত্তা বিষয়ক একটি সচেতনতামূলক প্রতিবেদন। ময়মনসিংহের লোক ধারায় নবজাতক শিশুকে নিয়ে দাদা-দাদি, নানা-নানি যে আনন্দগীতি গেয়ে উৎসব করতেন সেই বিষয় নিয়েই দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন শিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। রয়েছে স্থানীয় তিন শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনায় মহুয়ার গান, গারো সম্প্রদায়ের গান এবং ময়মনসিংহের একটি মৌলিক গানের অংশ নিয়ে একটি নৃত্য। ‘ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে ময়মনসিংহ এবং শশীলজকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এবং দর্শক পর্বে পুরস্কার দেয়া হয়েছে ময়মনসিংহের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে ময়মনসিংহের নেত্রকোনার নিবেদিত প্রাণ লোকসঙ্গীত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী পরিবেশিত একটি গানের ওপর করা প্রশ্নোত্তরের মাধ্যমে। গানটি লিখেছেন ময়মনসিংহেরই আর একজন গুণী শিল্পী প্রয়াত আব্দুর রশীদ মিয়া। আর এই পর্বের পুরস্কার প্রদান করেন ‘কইনচেন দেহী’ খ্যাত ময়মনসিংহের কৃতী শিল্পী সিরাজুল হক মন্টু। টিভি পর্দায় শিল্পী সিরাজুল হক মন্টুর এটিই ছিল শেষ উপস্থিতি। রয়েছে যথারীতি মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। এ ছাড়াও বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রƒপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সঙ্কেত। অনুষ্ঠানটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পুনর্প্রচার হবে। ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্ লিমিটেড।
×