ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিতর্কের মধ্যে ওয়েবসাইট সরিয়ে নিলেন মেলানিয়া

প্রকাশিত: ০৩:৫৬, ৩১ জুলাই ২০১৬

বিতর্কের মধ্যে ওয়েবসাইট সরিয়ে নিলেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে বিতর্কের মধ্যে নিজের ওয়েবসাইট সরিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার এক টুইটার পোস্টের মাধ্যমে নিজের ওই ওয়েবসাইটটি সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়। খবর সিএনএনের। ওয়েবসাইটটিতে মেলানিয়া সেøাভেনিয়া থেকে স্নাতক সম্পন্ন করেছেন বলে লেখা থাকলেও সাবেক এই মডেল আসলে স্কুল থেকে ‘ঝরে পড়া’ বলে এক পত্রিকার প্রতিবেদনে দাবির পর এই বিতর্ক শুরু হয়। টুইটারে মেলানিয়া বলেন, ওয়েবসাইটটি ২০১২ সালে তৈরি করা হয়েছিল। টেক জায়ান্টদের ইঁদুর দৌড় ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে আয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় হলেও সোশাল জায়ান্ট ফেসবুক এ বছর জানুয়ারিতে কোম্পানিটিকে টেক্কা দিয়েছিল। জুলাইতে বাফেটের কোম্পানি ধাক্কা খেল আমাজনের কাছে। বার্কশায়ারের বাজার দর এখন ৩৫৬ বিলিয়ন ডলার, আমাজনের ৩৬০। এখন আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে এক্সন মবিল তারপর আমাজন। -সিএনএন চীনের প্রাচীর রক্ষায় উদ্যোগ চীনের প্রাচীর থেকে ইট চুরি বন্ধের উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইট চুরি রোধে এখন থেকে নিয়মিত প্রাচীর পরিদর্শন করা হবে বলে জানিয়েছে স্টেট এ্যাডমিনিস্ট্রেশন অব কালচারাল হেরিটেজ। মিং রাজত্বকালে (১৩৬৮-১৬৪৪) নির্মিত মহাপ্রাচীর এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। বিভিন্ন কারণে ইটগুলো আলগা হয়ে যাওয়ায় স্থানীয় লোকজন সেগুলো খুলে নিয়ে নিজেদের ঘরবাড়ি তৈরি ও বিক্রি করছে। পর্যটকদের কাছে প্রতিটি ইট ৩০ ইউয়ান (৪ দশমিক ৫০ মার্কিন ডলার) করে বিক্রি করা হচ্ছে- গার্ডিয়ান
×