ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ বছর বয়সী শিশুকে বিয়ে করায় আফগান আলেম গেস্খফতার

প্রকাশিত: ০৩:৫৬, ৩১ জুলাই ২০১৬

৬ বছর বয়সী শিশুকে বিয়ে করায় আফগান আলেম গেস্খফতার

আফগানিস্তানে ৬ বছর বয়সী এক শিশুকে বিয়ে করায় এক বয়োবৃদ্ধ আলেমকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কর্মকর্তারা এ কথা বলেছেন। খবর এএফপির। আফগানিস্তানে সর্বশেষ এ ঘটনা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বাল্যবিয়ের অভিশাপের বিষয়টি তুলে ধরল। কর্মকর্তারা বলেন, ওই আলেমের নাম মুহাম্মদ করিম। তার বয়স প্রায় ৬০ বছর। মেয়েটির বাবা-মা তাকে ‘ধর্মীয় কারণে সপে দিয়েছে’ বলে করিম দাবি করেন। তবে কর্মকর্তারা মেয়েটির পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, ইরানের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশ থেকে তাকে অপহরণ করা হয়। মেয়েটির পরিবার মানসিকভাবে আঘাত পেয়েছে। গোরের নারী বিষয়ক দফতরের প্রধান মাসুম আনোয়ারি বলেন, মেয়েটি স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। তবে ‘আমি এই লোকটিকে ভয় পাই’Ñ এই একটি কথাই বলছে। মেয়েটিকে বর্তমানে গোরের একটি নারী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাকে নিতে তার বাবা-মা আসছেন। স্থানীয় গবর্নরের মুখপাত্র আব্দুল হাই খাতিবি বলেন, ‘করিমকে জেলে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে।’ গোরে ১৪ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা কিশোরীকে পুড়িয়ে মারার মাত্র কয়েক দিন পরই এ ঘটনাটি ঘটল। আর যুদ্ধে ‘জড়াতে চাননি’ ওবামা ইউক্রেনকে নিয়ে ইউরোপের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্বে জড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্পষ্ট অনীহা ছিল। প্রেসিডেন্ট নতুন করে কোনো যুদ্ধে না জড়াতে সমরকর্তাদের বলেছিলেন বলে সম্প্রতি ফাঁস হওয়া ই-মেইল বার্তায় প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল। ২০১৪ সালে ইউক্রেইন থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে এক রুশ ফেডারেশনে যুক্ত করে রাশিয়া। ইউরোপের অন্য দেশগুলোর তীব্র সমালোচনা করলেও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো সরাসরি এই যুদ্ধে জড়ায়নি। ন্যাটো বাহিনীর তৎকালীন প্রধান জেনারেল ফিলিপ ব্রিডলোভের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সেনা প্রধান কলিন পাওয়ালের ই-মেইল চালাচালিতে ওই দ্বন্দ্বে না জড়াতে ওবামার অরাজি থাকার বিষয়টি এখন প্রকাশ পেয়েছে। ব্রিডলোভের ব্যক্তিগত ই-মেইলে দেখা যায়, তিনি ক্রিমিয়া সঙ্কটে যুক্তরাষ্ট্রের সরাসরি যুক্ত হতে হোয়াইট হাউসকে রাজি করাতে কলিন পাওয়ালের কাছে ধরনা দিয়েছিলেন। এক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামার সায় না পাওয়ায় সাবেক সেনা প্রধান ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাওয়েলের দ্বারস্ত হয়েছিলেন ব্রিডলোভ। -ওয়েবসাইট
×