ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাট পাসপোর্ট অফিসে দূর্নীতি ॥ সাসপেন্ড ২

প্রকাশিত: ২২:১২, ৩০ জুলাই ২০১৬

বাগেরহাট পাসপোর্ট অফিসে দূর্নীতি ॥ সাসপেন্ড ২

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতিবাজ উপ-সহকারী পরিচালক জাকির হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। একই সাথে রেকর্ড কিপার কবির হোসেনকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উপ-সহকারী পরিচালক জাকির হোসেনকে সাসপেন্ড করে ঢাকা অফিসে ও কবির হোসেনকে রাঙ্গামাটিতে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত আদেশের কপি বাগেরহাট পাসপোর্ট অফিসের মেইলে পৌছায় বলে শনিবার ওই অফিসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। বাগেরহাট পাসপোর্ট অফিসে গত ১ বছরে প্রায় ১৭ হাজার আবেদন জমা পড়ে। অভিযোগ রয়েছে প্রায় প্রতিটি পাসপোর্টে ১২শত টাকা ঘুষ হিসেবে গত ১ বছরে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা হাতিয়ে নিয়েছেন ২ কোটি টাকা। এদিকে সাসপেন্ড ও ষ্ট্যান্ড রিলিজ আদেশ পাওয়ার পর ওই দুই কর্মকর্তা ইতিমধ্যে কর্মস্থানের উদেশ্যে রওয়ানা দিয়েছেন ।
×