ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশিত: ১৮:৩৪, ৩০ জুলাই ২০১৬

  মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জে আজ শনিবার নিম্নাঞ্চলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পরেছে শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার কয়েক হাজার পরিবার। পদ্মা তীরের বাড়িঘর জলমগ্ন ছাড়াও বহু ফসলী জমি তলিয়ে গেছে। চর এলাকায় বানভাসি মানুষের কষ্ট বেশী। পদ্মার পানি শনিবার সকালে ভাগ্যকূল পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। টঙ্গীবাড়ি হাসাইল,বানারী,পাচনখোলা, নগর যোয়ার, পাঁচগাঁও ,কামারখাড়া, লৌহজং উপজেলার কনকশার, যসলদিয়া,মাওয়া শ্রীনগর উপজেলার কবুতরখোলাসহ আরও কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এসব তথ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, পদ্মার এই পয়েন্টে ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার পানি বেড়েছে। এদিকে এই সময়ে মাওয়ায় পানি বেড়েছে আরও বৃদ্ধি পেয়ে এখন বিপদ সীমার ২৭ সেন্টিমিটার উপরে। এতে অনেক শিক্ষালয় জলমগ্ন হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, প্রশাসন জলমগ্ন এলাকার মানুষের পাশে রয়েছে। সরকারিভাবে সবরকম প্রস্তুতি রয়েছে।
×