ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপির নেতাকে রিমান্ডে নিলেই জঙ্গী মদদদাতাদের নাম বেরিয়ে আসবে ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:৪৩, ৩০ জুলাই ২০১৬

বিএনপির  নেতাকে রিমান্ডে নিলেই জঙ্গী মদদদাতাদের নাম বেরিয়ে আসবে ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন, হান্নান শাহ ও রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই জঙ্গীর মদদদাতাদের নাম বেরিয়ে আসবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা ডা. মোশারফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সম্প্রতি জঙ্গীরা দেশে বড় ধরনের হামলার চক্রান্ত করেছিল। আইনশৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ৯ জঙ্গিকে হত্যা করেছে। এই সফল অভিযানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ না জানিয়ে বিএনপি নেতারা জঙ্গীদের রক্ষায় বিভ্রান্তি ছড়াচ্ছেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা জঙ্গীদের পেছন থেকে বাতাস দিচ্ছেন। জঙ্গী মারলে তারা মায়াকান্না করছেন। বিএনপির এসব নেতা জঙ্গীদের কর্মকা-ে সম্পৃক্ত, উল্লেখ করেন তিনি। বিএনপিকে হটকারী ও মিথ্যা রাজনৈতিক দল আখ্যায়িত করে তিনি বলেন, নিজেদের দলে জঙ্গী রেখে জঙ্গীবিরোধী জাতীয় ঐক্য গঠন করতে চাওয়া বিএনপির প্রতারণা। তিনি বলেন, বাংলাদেশে আইএস বলে কিছু নেই। জঙ্গী হামলা করছে জেএমবি ও হরকাতল-উল-জিহাদ। আর তাদের পেছন থেকে নেতৃত্ব দিচ্ছে বিএনপি-জামায়াত। আন্তর্জাতিকভাবে আইএস নামকে ব্র্যান্ড করতে দেশের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে একটি অশুভ চক্র। রামপাল বিদ্যুতকেন্দ্র নিয়ে যারা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচী দিয়েছেন তাদের উদ্দেশ্য হাছান মাহমুদ বলেন, রাপমাল নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। কিন্তু যখন দেশে জঙ্গী হামলা চলছে, তখন জঙ্গীবিরোধী কর্মসূচী না দিয়ে রামপালের বিদ্যুতকেন্দ্র বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচী দিচ্ছেন। এটার প্রকৃত অর্থই হচ্ছে দেশকে অশান্ত করার ষড়যন্ত্র। জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
×