ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিশোধের ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর জয়

প্রকাশিত: ০৮:৩৯, ৩০ জুলাই ২০১৬

 প্রতিশোধের ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর জয়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দর্শকে টইটুম্বর গ্যালারি। এসেছেন স্বাগতিক দলের জয় দেখতে। তাদের হতাশ করেনি চট্টগ্রাম আবাহনী লিমিটেড। শুক্রবার বিপিএলের রাতের গোলবন্যার ম্যাচে তারা ৪-২ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ম্যাচ শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মোট পাঁচ লাখ টাকার অর্থ পুরস্কার দেয় চট্টগ্রাম আবাহনীর ক্লাব ম্যানেজমেন্ট। এ জয়ে দুই ম্যাচে চট্টলার দলটির পয়েন্ট দাঁড়াল ৪। নিজেদের প্রথম ম্যাচে তারা ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। এই জয়ে প্রতিশোধটাও নেয়া হয়ে গেল প্যাভলিকের শিষ্যদের। গত লীগে মোহামেডানের কাছে দু’বারই হেরেছিল তারা (৫-০ এবং ৩-১ গোলে)। চলমান লীগে দুই খেলায় এটি মোহামেডানের প্রথম হার। পয়েন্ট এক। প্রথম ম্যাচে জোসির শিষ্যরা ১-১ গোলে ড্র করেছিল রহমত এমএফএসের সঙ্গে। খেলার ৪২ মিনিটে বাম প্রান্ত থেকে আক্রমণে যায় চট্টগ্রাম আবাহনী। ডিফেন্ডার ইয়ামিন মুন্নার উড়ন্ত ক্রস থেকে গোল পোস্টের বাঁ-পাশে হেড ফেলেন হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল সেইন্ট প্রিয়ক্স। সেই হেডের বল পাল্টা হেড দিয়ে জালে পাঠিয়ে স্বাগতিক দলকে আনন্দের উপলক্ষ এনে দেন ফরোয়ার্ড রুবেল মিয়া (১-০)। এর কিছুক্ষণ পরে ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করে বন্দর নগরীর দলটি। অধিনায়ক মামুনুল ইসলামের থ্রু পাস ধরে প্রতিপক্ষের বক্সে ঢোকেন প্রিয়ক্স। বিপদ থেকে রক্ষা পেতে প্রিয়ক্সকে ফাউল করা ছাড়া আর কোন উপায় ছিল না মোহামেডানের গোলরক্ষক নেহালের। রেফারি আজাদ রহমান পেনাল্টির বাঁশি বাজানোর পাশাপাশি হলুদ কার্ড দেখান তাকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি প্রিয়ক্স (২-০)। উল্লাসে মাতে মামুনুলবাহিনী। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রুবেল মিয়া (৩-০)। স্বাগতিকদের রুখে দিতে বার বার আক্রমণে গেলেও মোহামেডান নিজেদের প্রথম গোল পান খেলার ৭৫ মিনিটে। চট্টগ্রাম আবাহনীর মরক্কোয়ান ডিফেন্ডার তারেক আল যানাবির ভুলে বল পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে উড়ন্ত শটে গোলকিপার আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে জালে বল পাঠান ফরোয়ার্ড আমিনুর রহমান সবুজ (১-৩)। ৮৮ মিনিটে বদলি উইঙ্গার জাহিদ হোসেন আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন (৪-১)। পরে ইনজুরি সময়ে মোহামেডানের বদলি মিডফিল্ডার আব্দুল মালেক গোল করে ব্যবধান কমালেও শেষরক্ষা করতে পারেনি মোহামেডান (২-৪)। ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনীর স্লোভাকিয়ান কোচ জোসেফ প্যাভলিক বলেন, ‘জিতলেও অনেক ভুল করেছি আমরা। প্রতিপক্ষ হারলেও চমৎকার খেলে আমাদের অনেক চাপে রেখেছিল। জোড়া গোল করা রুবেল মিয়া এই কয়েক মাসে অভাবনীয় উন্নতি করেছে।’ মোহামেডান কোচ কাজী জসিমউদ্দিন আহমেদ জোসি বলেন, ‘আমরা শক্তিশালী একটা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছিলাম। পরিকল্পনা ছিল ড্র করার। প্রথমার্ধের কয়েক মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করাটা ছিল আমাদের হারের অন্যতম কারণ।’
×