ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৃত্যুদ-প্রাপ্ত লন্ডনে পলাতক রাজাকার আশরাফের ভাইসহ গ্রেফতার ১৭৫

প্রকাশিত: ০৮:১১, ৩০ জুলাই ২০১৬

মৃত্যুদ-প্রাপ্ত লন্ডনে পলাতক রাজাকার আশরাফের ভাইসহ গ্রেফতার  ১৭৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে চলমান পুলিশের সাঁড়াশি অভিযানে অন্তত ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মৃত্যুদ-প্রাপ্ত লন্ডনে পলাতক কুখ্যাত রাজাকার আশরাফুজ্জামানের ভাইও রয়েছে। চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্য, বাঁশখালী ও পটিয়া থেকে অস্ত্র ও গুলিসহ দুই শিবির ক্যাডার এবং আরও ২০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া, দিনাজপুর থেকে ১৯ তাজা বোমাসহ ৩ জেএমবি সদস্য, সাতক্ষীরা থেকে জামায়াত-শিবিরের ২৯ কর্মীসহ ৭৩, রংপুরে চার্জশীটভুক্ত ৩ জামায়াত কর্মীসহ ৬৫, শহীদ বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত রাজাকার আশরাফুজ্জামান খানের ভাই চুয়াডাঙ্গার দর্শনার জামায়াত নেতা আনোয়ার হোসেন খানসহ ১০, নওগাঁয় শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে। এ সময় বেশ কিছু অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। গাজীপুর ॥ জঙ্গী সন্দেহে পারভেজ সাকি নামে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। তার কাছ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। চট্টগ্রাম ॥ নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁওয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পটিয়ায় বিশেষ অভিযানে এক নারীসহ ২০জনকে গ্রেফতার করেছে। বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে অস্ত্র ও গুলিসহ ২ শিবির ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। দিনাজপুর ॥ শহরে ১৯ হাতবোমা ও জিহাদী বইসহ জেএমবি সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। এরা হলো চিরিরবন্দরের পলাশবাড়ি গ্রামের আসাদুজ্জামান, ঠাকুরগাঁওয়ের দানারহাট গ্রামের শাহিনুর ইসলাম ও সাতক্ষীরার ডাংগলিতা গ্রামের মনিরুজ্জামান। সাতক্ষীরা ॥ পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ২৩ কর্মীসহ ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। রংপুর ॥ আট উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চার্জশীটভুক্ত ৩ জামায়াত কর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা ॥ জামায়াত নেতাসহ ১০ জনকে আটক করা হয়েছে। এরা হলো জামায়াত নেতা দর্শনার আনোয়ার হোসেন খান (৬০), খোকন শেখ, আকছেদ আলী, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবর উদ্দিন, নজরুল ইসলমা, খোদাবক্স, সলেমান হোসেন ও ময়েন ম-ল। এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আটকদের মধ্যে জামায়াত নেতা দর্শনার আনোয়ার হোসেন খান শহীদ বুদ্ধিজীবী হত্যা মামলায় মৃত্যু দ-াদেশপ্রাপ্ত রাজাকার আশরাফুজ্জামান খানের ভাই। তার বিরুদ্ধে মাগুরার শ্রীপুর আদালতে সিআর-৭০১৬ মামলা রয়েছে। আশরাফুজ্জামান খান ৪৩ বছর ধরে প্রবাসী। নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুরে উপজেলা ছাত্র শিবিরের অর্থ স¤পাদককে গ্রেফতার করা হয়েছে।
×