ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ জুলাই ২০১৬

কোয়ার্টার ফাইনালে  জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত গতিতে ছুটছিলেন রাদেক স্টিপানেক। তবে তাকে থামিয়ে দিলেন নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার টরেন্টো মাস্টার্স টর্নামেন্টের তৃতীয় রাউন্ডে সার্বিয়ান টেনিস তারকা ৬-২ এবং ৬-৪ সেটে হারান চেকপ্রজাতন্ত্রের স্টিপানেককে। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা ছাড়াও এই মাস্টার্স টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছেন কানাডার মিলোস রাওনিক, জাপানের কেই নিশিকোরি, সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কা, ফ্রান্সের গায়েল মনফিলস, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ এবং চেকপ্রজাতন্ত্রের টমাস বার্দিচ। রজার ফেদেরার কিংবা রাফায়েল নাদালরা যখন নিষ্প্রভ তখন টেনিস কোর্টে এককভাবেই রাজত্ব করেন নোভাক জোকোভিচ। গত মৌসুমেও চার গ্র্যান্ডসøামের তিনটির শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। চলতি বছরেও অপ্রতিরোধ্য এই সার্বিয়ান। আকিব জাভেদ ঢাকায় স্পোর্টস রিপোর্টার ॥ গত মে মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন সাবেক জিম্বাবুইয়ের পেসার হিথ স্ট্রিক। এরপর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ কয়েকজনকে ওই দায়িত্ব নেয়ার জন্য যোগাযোগ করেছিল। এর মধ্যে ছিলেন সাবেক পাকিস্তানী পেসার আকিব জাভেদও। কিন্তু বিসিবির ইচ্ছায় অনাগ্রহ দেখান তিনি। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশেই কাজ করার জন্য শুক্রবার ঢাকায় পা রাখলেন আকিব। মূলত হাইপারফর্মেন্স ইউনিটের (এইচপি) বোলিং পরামর্শক হিসেবে ৭ দিন এবং জাতীয় দলের হয়ে ৩ দিন- এই মোট ১০ দিনের জন্য তিনি দায়িত্ব পালন করতে শুক্রবার সন্ধ্যায় এসেছেন। স্ট্রিক ২০১৪ সালের মে মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। তার সঙ্গে চুক্তির ধরনটা অবশ্য ছিল একটু ভিন্ন। দুই বছরে ৪৫০ দিন কাজ করার জন্য চুক্তিবদ্ধ ছিলেন। বাড়তি দিনের জন্য ছিল বাড়তি পারিশ্রমিকের ব্যবস্থা। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তিনি বোলিং কোচের দায়িত্বে ছিলেন গুজরাট লায়ন্সের। সে সময়ই ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে ফাস্ট বোলিং কোচের চাকরির জন্য আবেদন করেন। অবশ্য সেটা হয়নি, ভারতের একটি রাজ্য দলের দায়িত্ব নিয়েছেন। তার শূন্যস্থান পূরণের জন্য সম্ভাব্য কয়েকজনের সংক্ষিপ্ত তালিকা করেছিল বিসিবি। সেখানে বিশেষভাবে হাত বাড়ানো হয়েছিল আকিবের দিকে। কিন্তু বিসিবির আগ্রহে তেমন উৎসাহই দেখাননি আকিব। বলেছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে বোলিং কোচের পদে নিয়োগ করার প্রস্তাব দিয়েছিল। আমি মনে করি, এই দায়িত্ব নেয়ার সময় এটি নয়। আমি কিছুদিন আগেই লাহোর কালান্দার্সে যোগ দিয়েছি। এই মুহূর্তে আমার পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয়া সম্ভব নয়।’ গত এপ্রিলে আকিব আরব আমিরাতের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান। আর পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার আবেদনও করেছিলেন। সেটা না হওয়াতেই এখন বিসিবির প্রস্তাবে স্বল্প সময়ের জন্য আসলেন আকিব। ৭ দিন তিনি কাজ করবেন ৫৫ জনের এইচপি স্কোয়াডে থাকা ১৬ পেসারকে নিয়ে। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী পাক দলের অন্যতম সদস্য আকিব এরপর তিনদিন চলমান জাতীয় দলের ক্যাম্পেও যোগ দেবেন। কাজ করবেন জাতীয় দলের পেসারদের নিয়ে, সেখানে আছে ৯ জন পেসার। তবে সম্প্রতিই ইনজুরিতে পড়ার পর অস্ত্রোপচারের জন্য দেশের বাইরে থাকতে হবে বাংলাদেশের নির্ভরযোগ্য বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সে কারণে ‘কাটার বিস্ময়’ সুযোগ পাচ্ছেন না আকিবের পরামর্শ নিয়ে নিজের স্টকে আরও বৈচিত্র্য আনার সুযোগ।
×