ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাদওয়ানাস্কার বিদায়

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ জুলাই ২০১৬

রাদওয়ানাস্কার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ রজার্স কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন সিমোনা হ্যালেপ এবং এ্যাঞ্জেলিক কারবার। বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই কারবার তৃতীয় রাউন্ডে ১-৬, ৭-৬ (৭/২) এবং ৬-৪ সেটে হারান ইউক্রেনের এলিনা ভিতলিনাকে। আর পঞ্চম বাছাই সিমোনা হ্যালেপ ৬-৩ এবং ৬-৩ সেটে পরাজিত করেন ক্যারোলিনা পিসকোভাকে। তবে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন ইউজেনি বাউচার্ড, ভেনাস উইলিয়ামস, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কা, পেত্রা কেভিতোভা এবং রবার্তা ভিঞ্চির মতো তারকারা। গত সপ্তাহে স্ট্যানফোর্ড ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভেনাস উইলিয়ামস। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে বৃটেনের জোহানা কন্টার কাছে হেরে যান তিনি। আমেরিকান টেনিস তারকাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের স্বাদ পান কন্টা। সেই কন্টা রজার্স কাপেও দুর্দান্ত। তৃতীয় রাউন্ডে আমেরিকার ভারভারা লেপচেঙ্কোকে ৬-৩ এবং ৬-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন। কিন্তু তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েন ভেনাস। তারই স্বদেশী মেডিসন কেইসের কাছে এদিন ৬-১, ৬-৭ এবং ৬-১ সেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। এর ফলে ক্যারিয়ারের ৫০তম শিরোপা জয়ের অপেক্ষাটা আরও বেড়ে গেল সাতটি গ্র্যান্ডসøামের মালিক ভেনাসের। ভেনাসের মতো রজার্স কাপের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন ফেবারিট এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কাও। পোল্যান্ডের চতুর্থ বাছাই রাদওয়ানাস্কাকে হারান রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ১৬তম বাছাই ৬-৪, ৬-৭ এবং ৬-১ সেটে হারান রাদওয়ানাস্কাকে। এছাড়া ক্রিস্টিনা কুকোভা ৩-৬, ৬-৪ এবং ৬-৩ সেটে হারান কানাডার ইউজেনি বাউচার্ডকে, সুভেতলানা কুজনেতসোভা ৭-৬, ৬-৩ সেটে পরাজিত করেন কেভিতোভাকে এবং কাসাতকিনা ৭-৫ ও ৬-৩ সেটের সহজেই হারান ইতালিয়ান তারকা ভিঞ্চিকে।
×