ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ-ভারত দ্বিতীয় টেস্ট শুরু আজ

ঘুরে দাঁড়াতে পারবে ক্যারিবীয়রা?

প্রকাশিত: ০৫:৪৪, ৩০ জুলাই ২০১৬

ঘুরে দাঁড়াতে পারবে ক্যারিবীয়রা?

স্পোর্টস রিপোর্টার ॥ খোদ ক্যারিবীয়দের কথায় আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। ঘরের মাটিতে এই সিরিজে মোটেও ফেবারিট নয় তারা। প্রথম ম্যাচের ফল সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এ্যান্টিগায় বিরাট কোহলি-রবিচন্দ্রন অশ্বিনদের দুরন্ত ক্রিকেটশৈলীর কাছে বিপর্যস্ত জেসন হোল্ডারদের হার ইনিংস ও ৯২ রানে। সিরিজের ফল ৪-০ করতে অতিথি সেনাপতি কোহলি ইতোমধ্যে হুঙ্কার ছুড়েছেন! বিপরীতে স্বাগতিক অধিনায়ক জেসন হোল্ডার ও কোচ ফিল সিমন্স ঘুরে দাঁড়ানোর কথা বলছেন বটে, তবে সেটি মিনমিনে গলায়! অমন লজ্জার শুরুর পর দলেও এসেছে পরিবর্তন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনুর্ধ-১৯ পেসার আলজারি যোসেফ। হোল্ডার-শ্যানন গ্যাব্রিয়েলের সঙ্গী হতে পারেন তিনি। স্যাবাইনা পার্কের উইকেট পেস সহায়ক হবে বলেই ধারণা। অন্যদিকে ফুরফুরে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম। ‘আমি জানি, আমরা মোটেই ভাল খেলছি না। এর একটা ইতিবাচক দিক হচ্ছে, জানি বলেই প্রমাণ করতে হবে যে আমাদের আরও ভাল খেলার সামর্থ্য আছে।’ বলেন উইন্ডিজ কোচ সিমন্স। এরপরই তিনি যোগ করেন, ‘চার টেস্টের সিরিজে একটা ম্যাচ খেলেই আপনি মনোবল হারাতে পারেন না। এখনও তিনটা ম্যাচ বাকি। তারুণ্যনির্ভর দল কোন অজুহাত হতে পারে না। এটা চলমান প্রক্রিয়া। একাদশে থাকলে অবশ্যই ভাল পারফর্মেন্স করতে হবে। আমাদের প্রতিটি বিভাগে উন্নতি করতে হবে। আশা করছি ছেলেরা এটা বুঝতে পারছে।’ কিংস্টনের ইতিহাস বলে ১৯৯৮ সালের পর এখানে অনুষ্ঠিত ১৫ টেস্টের সবগুলোতেই রেজাল্ট হয়েছে, সুতরাং ড্র নয়, জয়-পরাজয়ের চিন্তা মাথায় রেখেই দু’দলকে মাঠে নামতে হচ্ছে। মানসিকভাবে ক্যারিবীয়দের জন্য এটা আরও বাড়তি চাপ। কোহলির নেতৃত্ব ভারত আগ্রাসী ক্রিকেট খেলছে, ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে হলে হোল্ডারদের সেই আগ্রাসনটাকেও ছাড়িয়ে যেতে হবে! স্যাবাইনা পার্কে শেষ ১০ টেস্টের ৭টিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি২০ বিশ্বকাপ, আইপিএল হয়ে অবিশ্বাস্য ফর্মে কোহলি। এ্যান্টিগায় প্রথম ইনিংসে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরিতে (২০০) ভারতীয় ক্রিকেটের অনেক রেডর্ক ওলট-পালট করে দিয়েছেন। ২০১৪ সালের পর উপমহাদেশের বাইরে দেশটির সর্বোচ্চ রান কোহলিরই (২৩ ইনিংসে ৫৬.৩৬ গড়ে ১২৪০)। অধিনায়ক হওয়ার পর ৬ সেঞ্চুরির সবগুলোই বিদেশে! সেঞ্চুরির পর (১১৩) দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে অবশ্য ম্যাচসেরা রবিচন্দ্রন অশ্বিন। আছেন অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান। তবে রান পাননি টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পুজারা (১৬)। টপ-অর্ডার ব্যাটসম্যান অবশ্য চিন্তিত নন, ‘ব্যাটিং নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। দক্ষিণ আফ্রিকা সিরিজে কঠিন পরিস্থিতিতে প্রত্যাশিত ব্যাটিং করেছিলাম। এখানে প্রথম টেস্টে খারাপ শট খেলে আউট হয়েছি। কুম্বলে ভাইর (কোচ) সঙ্গে কথা হয়েছে, তারও বিশ্বাস সহসাই আমি রানে ফিরতে পারব।’ লড়াইয়ে ফিরতে না পারলে উইন্ডিজের জন্য সিরিজে ফেরাটাই যে অসম্ভব হয়ে পড়বেÑ স্বীকার করে নিয়েছেন হোল্ডার। সুযোগ পেলে তরুণ যোসেফ ভাল করবে বলেও মনে করেন তিনি। যার অর্থ, স্যাবাইনা পার্কের সবুজ উইকেটে তিন পেসার নিয়ে খেলতে পারে ক্যারিবীয়রা। এ্যান্টিগার মতো ভারত এখানেও দুই বিশেষজ্ঞ স্পিনার অশ্বিন-অমিত মিশ্রকে খেলায় কি না, সেটি দেখার বিষয়।
×