ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চারলোত্তি দুজারদিন (ড্র্রাসাজ)

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ জুলাই ২০১৬

চারলোত্তি দুজারদিন (ড্র্রাসাজ)

লন্ডন অলিম্পিকে দ্যুতি ছড়িয়েছেন চারলোত্তি দুজারদিন। মাত্র তিনদিনের ব্যবধানেই দুটি স্বর্ণপদক জিতেছিলেন তিনি। তার সামনে এবার রিও অলিম্পিকের স্বর্ণ ধরে রাখার চ্যালেঞ্জ। রিও অলিম্পিকই হবে দুজারদিনের ক্যারিয়ারের শেষ অলিম্পিক। কেননা গত বছরের নবেম্বরেই যে চারলোত্তি দুজারদিন জানিয়ে দেন এই গেমসের পরই অবসরে চলে যাবেন তিনি। তবে শেষ অলিম্পিকের আগে মোটেই চিন্তিত নন দুজারদিন বরং রিও’র প্রতিটি মিনিটই উপভোগ করতে চান বলে মন্তব্য করেছেন ৩১ বছর বয়সী এই এ্যাথলেট। লরা ট্রোট (সাইক্লিস্ট) দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন লরা ট্রোট। লন্ডন অলিম্পিকে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েই দুই ইভেন্টে স্বর্ণপদক জিতেন তিনি। শুধু তাই নয়, অলিম্পিকের পর বিশ্বচ্যাম্পিয়নশিপেও নিজেকে দারুণভাবে মেলে ধরেন ট্রোট। গ্রেট বৃটেনের প্রথম সাইক্লিস্ট হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতেন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এখনও ধরে রাখতে মরিয়া বৃটিশ প্রতিনিধি। চার বছর আগে দানি কিং এবং জো রোসেলের সঙ্গে জুটি বেঁধে দলীয় স্বর্ণপদক উপহার দিয়েছিলেন বৃটেনকে। এবারও তার চ্যালেঞ্জ শিরোপা নিজের করে রাখা। তাই সে রকম প্রস্তুতি নিয়েই রিও’র উদ্দেশ্যে বিমানে উঠবেন লরা ট্রোট। মো ফারাহ (দৌড়বিদ) ২০১২ অলিম্পিকে ৫০০০ ও ১০০০০ মিটার দৌড়ের ‘ডাবল’ শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন দূরপাল্লার দৌড়বিদ মো ফারাহ। এবারও চমক দেখাতে চান তিনি। রিও অলিম্পিকের আগে এ ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ফারাহ। তাছাড়া গত সপ্তাহেই লন্ডন এ্যানিভারসারি গেমসের ৫ হাজার মিটারে স্বর্ণ জিতেছেন তিনি। চলতি বছরে ইভেন্টটির দ্রুততম টাইমিং গড়ে ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকের প্রতিপক্ষদের সতর্কও করে দিলেন। স্বর্ণ জিতেই ফারাহ বলেন, ‘জেতার জন্য ট্র্যাকে নেমেছিলাম। রিও’র আগে দারুণ এক জয় এটি।’ তারপরও অতি উচ্ছ্বাসে ভাসছেন না ফারাহ, ‘আমার ফিটনেস ভাল। মাটিতেই পা রাখতে চাই।’ এ্যান্ডি মারে (টেনিস) লন্ডন অলিম্পিকে স্বপ্নের শিরোপা জিতেন এ্যান্ডি মারে। ১৯০৮ সালের পর বৃটেনের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে সোনা জেতার রেকর্ড গড়েছিলেন তিনি। ফাইনালে টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। আর মিশ্র দ্বৈতে রৌপ্য জিতেছিলেন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এখনও ধরে রেখেছেন তিনি। কেননা সম্প্রতিই যে উইম্বলডনের শিরোপা নিজের করে নিয়েছেন মারে। তার সামনে এখন রিও অলিম্পিক। স্বর্ণপদক নিজের করে রাখতে সতর্ক মারেও, ‘আবার স্বর্ণপদক জিততে চাই। আমার চোখ ওদিকেই। অলিম্পিকের অংশ হতে যাচ্ছি ভেবে খুশি আমি। আশা করছি রিও’র সময়টা ভালই কাটবে।’
×