ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সব সঙ্কট মোকাবেলায় ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৫:৩৫, ৩০ জুলাই ২০১৬

সব সঙ্কট মোকাবেলায় ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে ॥ শ্রিংলা

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, শুধু জঙ্গীবাদ নয়, সব সঙ্কট নিরসনে ভারত বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সব সঙ্কট মোকাবেলায় দুই দেশ একসঙ্গে কাজ করবে। শুক্রবার রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী ‘তৃতীয় ভারতীয় শিক্ষামেলা-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ-ভারত একে অপরের প্রতিবেশী দেশ। আজকে বাংলাদেশের যে সমস্যা, আগামীকাল ভারতের সেই সমস্যা হতে পারে। সুতরাং, সব সঙ্কট মোকাবেলায় আমরা একসঙ্গে কাজ করব। ভারতীয় হাইকমিশনারের সহযোগিতায় ‘তৃতীয় ভারতীয় শিক্ষামেলা’র আয়োজনকারী প্রতিষ্ঠান ইভেন্ট ম্যানেজমেন্ট ও শিক্ষা উন্নয়ন সংস্থা সেপ (এসএপিই) এবং মিডিয়া প্রাইভেট লিমিটেড। আগামী ১ ও ২ আগস্ট চট্টগ্রামে এই মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত ছাড়াও ভুটান, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় এই শিক্ষামেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের দোরগোড়ায় শিক্ষা সংক্রান্ত সুযোগ পৌঁছে দেয়াই এই মেলার লক্ষ্য। শিক্ষা খাতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা তুলে ধরে হাইকমিশনার বলেন, এই মেলা ভারতে শিক্ষার সম্ভাব্যতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে।
×