ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারেকের সাজার পরও পরিস্থিতি একই

কর্মসূচী পালনে খালেদার নির্দেশ মানছেন না নেতাকর্মীরা

প্রকাশিত: ০৫:৩৫, ৩০ জুলাই ২০১৬

কর্মসূচী পালনে খালেদার নির্দেশ মানছেন না নেতাকর্মীরা

শরীফুল ইসলাম ॥ রাজপথে বিএনপির কর্মসূচী পালনে চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশ মানছে না দলের নেতাকর্মীরা। এ কারণে অর্থপাচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সাজা হওয়ার পর খালেদা জিয়ার নির্দেশে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী দফায় দফায় কর্মসূচী ঘোষণা করা হলেও নেতাকর্মীরা মাঠে না নামায় প্রতিটি কর্মসূচীই ফ্লপ হয়। জানা যায়, গত বছর টানা ৯২ দিন অবরোধ কর্মসূচী ব্যর্থ হওয়া, রাজপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠন না করায় বিএনপি হাইকমান্ডের প্রতি দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিছুটা ক্ষুব্ধ রয়েছেন। তাই টানা অবরোধ কর্মসূচীর পর খালেদা জিয়ার নির্দেশ সত্ত্বেও রাজপথের কোন কর্মসূচী সফল করতে মাঠে নামেনি দলের নেতাকর্মীরা। তবে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার মামলায় সাজা হওয়ার পর এ অবস্থার পরিবর্তন ঘটবে বলে দলের কোন কোন নেতা আশা করেছিলেন। আর খালেদা জিয়াও আশা করেছিলেন এ ইস্যুকে কেন্দ্র করে রাজপথে কিছুটা হলেও শক্তি প্রদর্শন করে দলের অবস্থান জানান দিতে পারবেন। কিন্তু তার সে আশা পূরণ না হওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে জানা গেছে। বিএনপি নেতারা আগেই সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, তাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে সাজা হলে রাজপথে আন্দোলন কর্মসূচী দিয়ে এর জবাব দেয়া হবে। ২১ জুলাই অর্থপাচার মামলায় হাইকোর্টের রায়ে তারেক রহমানের সাত বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা হয়। ওই দিন রাতে দলের সিনিয়র নেতাদের নিয়ে গুলশান কার্যালয়ে দীর্ঘ বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই বৈঠকে তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর জন্য এ রায় দেয়া হয়েছে অভিমত ব্যক্ত করে এর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালনের নির্দেশ দেন খালেদা জিয়া। ২২ জুলাই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পরদিন ২৩ জুলাই রাজধানীসহ সারাদেশে এ বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। এ কর্মসূচী পালনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানানো হয়। ২৩ জুলাই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বিএনপি নেতাকর্মীরা মাঠে না নামায় বিক্ষোভ কর্মসূচী ফ্লপ হয়। ওই দিন সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করে ক’জন পুলিশ।
×