ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মূত্র থেকে সুপেয় পানি

প্রকাশিত: ০৫:২৪, ৩০ জুলাই ২০১৬

মূত্র থেকে সুপেয় পানি

এবার মানুষের মূত্র থেকে বিশুদ্ধ পানি তৈরির ঘোষণা দিল বেলজিয়াম। দেশটির এক বিশ্ববিদ্যালয় সম্প্রতি মানুষের মূত্র থেকে সুপেয় পানি তৈরির সফলতা দেখিয়েছে বলে খবরে বলা হয়েছে। তারা এমন এক যন্ত্র তৈরি করেছে তা দিয়ে সহজেই মূত্রকে পানিতে রূপান্তর সম্ভব। তাদের দাবি, এর ফলে যেসব দেশে পানির সঙ্কট রয়েছে তা মেটানো সম্ভব হবে। আরও জানান হয়েছে, শুধু বিদ্যুতের সাহায্যে নয়। মূত্রকে পরিশোধন করে বিশুদ্ধ করতে যে মেশিনের প্রয়োজন তা সৌরশক্তির মাধ্যমেও চালানো সম্ভব। যার ফলে বিভিন্ন গ্রামীণ এলাকাতে মেশিনটি কাজে লাগানো যাবে। কিভাবে কাজ করবে মেশিনটি? এর উত্তরে বলা হয়েছে, একটি বড় ট্যাঙ্কে মূত্র জমা করে তা প্রথমে বয়লারে ফোটানো হবে। এরপর তা পাঠানো হবে একটি বিশেষ মেমব্রেনে। সেখান থেকেই বিশুদ্ধ পানি এবং পটাশিয়াম, নাইট্রোজেন ও ফসফরাসের মতো মৌলগুলো আলাদা হয়ে যাবে। বর্তমানে বিষয়টি পরীক্ষার পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে ওই মেশিন থেকে ১ হাজার লিটার বিশুদ্ধ পানীয় জল পাওয়া গেছে। -সায়েন্স ডেইলি
×